Go to full page →

ভুলের সঙ্গে আমাদের সম্পর্ক MYPBen 217

সিদ্ধতা অর্জনের জন্য তােমার সর্ব শক্তি প্রয়ােগ কর; তবে চিন্তা কর না যে, যেহেতু তুমি ভুল কর, সেহেতু তুমি ঈশ্বরের সেবার যােগ্য নও। প্রভু আমাদের গঠন জানেন; তাঁর স্মরণে আছে যে, আমরা ধূলিমাত্র। তুমি যেমন বিশ্বস্তভাবে ঈশ্বর দত্ত তােমার তালন্ত ব্যবহার কর, তুমি এমন জ্ঞান লাভ করবে, যা তােমাকে নিজের বিষয়ে অসন্তুষ্ট করবে। তুমি দেখবে যে, তােমার ক্ষতিকারক অভ্যাসগুলাে ঝেড়ে ফেলতে হবে, পাছে একটি ভুল আদর্শ দ্বারা তুমি অন্যদের ক্ষতি কর । MYPBen 217.3

মনােযােগ সহকারে কাজ কর, অন্যদের কাছে তােমার মূল্যবান সত্য দান কর। অতঃপর যখন শূন্যস্থান পূরণ করার সুযােগ পাও, তুমি এই কথাগুলাে বলতে শুনবে, “আরও উপরে এস”। তুমি হয়ত সাড়া প্রদানে অনিচ্ছা প্রকাশ করবে; কিন্তু বিশ্বাসে অগ্রসর হও, ঈশ্বরের কাজের মধ্যে একটি নতুন, অকপট উদ্দীপনা নিয়ে এস। MYPBen 217.4

আত্মা লাভের রহস্য কেবল মহান গুরুর নিকট হতে শিক্ষা লাভ করা যায়। যেমন শিশির এবং শান্ত বৃষ্টি আস্তে আস্তে শুষ্ক চারা গাছের উপর পড়ে, দ্রুপ আমাদের বাক্য প্রেম ভঁর সেই সব আত্মাগুলাের উপরে মৃদুভাবে পড়বে, সেগুলাে আমরা লাভ করার চেষ্টা করছি। কখন সুযােগ আসবে, সে পর্যন্ত আমরা বিলম্ব করব না; ওগুলাে আমাদের খোঁজ করতে হবে; প্রার্থনার আমাদের অন্তঃকরণ উথিত রাখতে হবে যেন ঈশ্বর আমাদেরকে সঠিক সময় সঠিক কথা বলতে পারেন। যখন সুযােগ আপনা আপনি হাজির হয়, তখন আমরা তা তুচ্ছ করার অজুহাত আনয়ন না করি; কেননা এর উন্নতি ও অর্থ হতে পারে একটি আত্মার মৃত্যু থেকে পরিত্রাণ। The Youth Instructor, February 6, 1902. MYPBen 218.1