Go to full page →

স্বাস্থ্যের পবিত্রতা —৭৩ MYPBen 228

শয়তান যেমন খ্রীষ্টের কাছে এসেছিল ঠিক তেমনিভাবে সে তার প্রলােভন নিয়ে আলােকিত দূতের বেশে মানুষের কাছে আসে। মানুষকে শারীরিক ও নৈতিকভাবে দুর্বল অবস্থায় নিয়ে আসার জন্য শয়তান কাজ করে চলেছে, যাতে সে তার প্রলােভন দ্বারা বিজয় অর্জন করতে পারে, এবং ধ্বংস যজ্ঞের মধ্যে সে তার বিজয় কেতন উড়াতে পারে। আর ফলাফল নির্বিশেষে, সে মানুকে তার নিজ বাসনাকে প্রশ্রয় দিতে প্রলুব্ধকরণের মাধ্যমে কৃতকার্যতা লাভ করেছে। সে ভালাে করেই জানে যে, মানুষ যখন তার প্রতি ঈশ্বর প্রদত্ত সমস্ত বাধ্যবাধকতাকে বিফল করবে তখন তার পক্ষে ঈশ্বরের প্রতি এবং সহ মানবের প্রতি নৈতিক এবং আইনগত বাধ্যবাধকতায় যুক্ত থাকা অসম্ভব। মস্তিষ্ক গােটা শরীরের রাজধানী। যে কোনভাবে অমিতাচারের মাধ্যমে যদি চিন্তা-চেতনার অনুষদগুলাে অবশ করা যায় তবে স্বর্গীয় কোন বিষয়ই আর বিবেচনায় আসবে না। MYPBen 228.1