Go to full page →

অমিতাচার হানিকর MYPBen 229

বুদ্ধিমত্তা সম্পন্ন পুরুষ ও মহিলাদের যদি তাদের নৈতিক শক্তিগুলাে যে কোন প্রকার অমিতাচারের কারণে আসাড় হয়ে পড়ে, তবে তাদের অনেক অভ্যাসে তারা উন্নত হলেও, পৌত্তলিকদের থেকে তারা কিন্তু খুব বেশি একটা উপরে নয় । শয়তান সব সময় লােকদের আলােক সঞ্চয় থেকে প্রথা ও ফ্যাশানের দিকে, শারীরিক, মানসিক এবং নৈতিক স্বাস্থ্যকে অশ্রদ্ধা করতে দূরে টেনে আনতে থাকে। মহা শত্রু জানে যে, জৈবিক ক্ষুধা এবং তীব্র আবেগ যদি প্রাধান্য বিস্তার করে তবে শরীরের স্বাস্থ্য এবং বুদ্ধিমত্তার শক্তি আত্মচরিতার্থকরণের বেদির উপরে উৎসর্গীকৃত হবে, এবং মানুষ দ্রুত ধ্বংসের দিকে। পরিচালিত হবে। আলােকিত ও বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ যদি লাগাম ধরে, পাশবিক প্রবণতাগুলােকে যদি নিয়ন্ত্রণ করে, এবং সেগুলােকে যদি নৈতিক শক্তি দ্বারা দমন করা হয়, তবে শয়তান খুব ভালাে করেই জানে যে প্রলােভনের মাধ্যমে তার শক্তি দ্বারা বিজয়ী হওয়া সম্ভাবনা খুবই ক্ষীণ ...। MYPBen 229.2

খ্রীষ্টিয় জগতের অধিকাংশ লােক নিজেদের খ্রীষ্টিয়ান বলে দাবী করার কোন অধিকার নেই। তাদের অভ্যাস, তাদের অসংযম আচরণ, এবং নিজেদের শরীরের প্রতি তাদের সাধারণ আচরণ, এ সবই শারীরিক নিয়মকে লঙ্ঘন এবং বাইবেলের আদর্শের পরিপন্থী। তারা তাদের জীবনের গতি, শারীরিক দুর্ভোগ, মানসিক এবং নৈতিক দুর্বলতার জন্য নিজেরাই নিজেদের জন্য কাজ করে চলেছে। রিভিউ অ্যান্ড হেরাল্ড, সেপ্টেম্বর ৮, ১৮৭৪। MYPBen 229.3