সত্যের অন্বেষণকারীকে প্রতিটি আবর্তনে পুরস্কৃত করবে, এবং প্রতিটি আবিষ্কার তার অনুসন্ধানের জন্য সমৃদ্ধ ক্ষেত্র প্রস্তুত করবে। মানুষ যা ধ্যান করে, তদানুসারে তারা পরিবর্তিত হয়। যদি সাধারণ স্থানের চিন্তারাশি এবং কাজ কর্ম মনােযােগ আকর্ষণ করে, তখন মানুষ সাধারণ স্থানে পরিণত হবে। যদি সে কিছু পাবার জন্য অত্যধিক অমনােযােগী হয়, তবে ঈশ্বরের সত্যের একটি অগভীর জ্ঞান লাভে সচেষ্ট হয় তবুও, সে প্রচুর আশীর্বাদ লাভ করবে না যা ঈশ্বর তার ওপর বর্ষণ করতে পারেন। এটি মনের একটি নিয়ম, যা বিষয় বস্তুর মাত্রাকে সঙ্কুচিত বা প্রসারিত করবে, যদ্বারা এটি পরিচিত হবে। MYPBen 253.1
মানসিক শক্তিসমূহ নিশ্চয়ই সঙ্কুচিত হবে এবং ঈশ্বরের বাক্যের গভীর অর্থ সংগ্রহ করার দক্ষতা হারাবে, যদি নাকি সেগুলাে শক্তির সঙ্গে এবং অপরিবর্তিতরূপে সত্য অন্বেষণে কাজে প্রয়ােগ না করে। মন প্রসারিত হবে, যদি বাইবেলের বিষয় সমূহের সঙ্গে সম্পর্ক গঠনে, শাস্ত্রের সঙ্গে শাস্ত্রের এবং আধ্যাত্মিক বিষয়ের সঙ্গে আধ্যাত্মিক বিষয়ের তুলনা করার কাজে মনকে নিয়ােজিত করা হয়। দৃশ্যমান বিষয়ের গভীরে যাও চিন্তার সর্বোত্তম ধন দক্ষ এবং মনােযােগী ছাত্রের জন্য অপেক্ষা করছে ।- Review and Herald, July 17, 1888. MYPBen 253.2