Go to full page →

ধর্ম, জীবনের ভিত্তি MYPBen 31

সকল প্রকৃত মহত্ত্বের ভিত্তি সদাপ্রভুর ভয়। ন্যায়পরায়ণতা, স্থির ন্যায়পরায়ণতা হল সেই নীতি যা তােমাদের জীবনের সব সম্পর্কের মধ্যে তােমাদের সঙ্গে করে নিতে হবে। তােমাদের স্কুল জীবনে, তােমাদের আবাসিক স্থলে, তােমার সব কাজে ধর্মকে সঙ্গে রাখ । তােমাদের কাছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, কিভাবে তােমাদের অধ্যয়ন মনােনয়ন এবং তা পূর্ণরূপে সমাধা করতে হবে যাতে তােমাদের মানসিক শক্তি বা দৃঢ়তা এবং একটি অকলঙ্কিত খ্রীষ্টিয় চরিত্র বজায় রাখতে পার, এবং সকল ক্ষণস্থায়ী দাবী ও স্বার্থ খ্রীষ্টের সুসমাচারের উচ্চতর দাবীসমূহের অধীনে রাখতে পার? MYPBen 31.2

তােমরা নিজেদের সেভাবেই সজ্জিত করতে সমর্থ হবে যেভাবে নিজেদের এখন গঠন করতে চাও, সমাজে এবং জীবনে নিজেকে সম্পৰ্কীয় করতে চাও, যেন তােমরা সৃষ্টির মধ্যে ঈশ্বরের উদ্দেশ্য সফল করতে পার। খ্রীষ্টের শিষ্য হিসাবে তােমরা অস্থায়ি কাজে নিযুক্ত হওন থেকে বঞ্চিত নও; কিন্তু তােমরা তােমাদের ধর্মকে সঙ্গে নিয়ে চলবে। তােমরা যে কোন পেশায়, নিয়ােজিত থাকতে পার, কখনও এই ধারণা পােষণ করবে না যে, নীতি বিসর্জন না দিয়ে তােমরা এতে কৃতকার্য হতে পারবে না। MYPBen 31.3