Go to full page →

পাঠ্য মনােনয়ন—৮৮ MYPBen 263

শিক্ষা শারীরিক, বুদ্ধিবৃত্তি সংক্রান্ত, এবং আত্মিক শক্তিগুলােকে জীবনের সমুদয় কাজ উত্তমরূপে পরিচালনার জন্য একটি প্রস্তুতি। সহিষ্ণুতার শক্তি এবং মগজের শক্তি এবং সক্রিয়তা এর ব্যবহারের উপর বৃদ্ধি পায় বাহাস পায়। মন এমন ভাবে নিয়ন্ত্রিত হবে যেন এর শক্তিসমূহ সুসামঞ্জস্যরূপে উন্নতি লাভ করে। MYPBen 263.1

বহু সংখ্যক যুবক বই পড়ার জন্য উৎসুক । তারা যা পায় তাই-ই পড়তে চায়। তারা কি পাঠ করে এবং কি শােনে সে বিষয়ে সাবধান থােক । আমাকে নির্দেশ দেয়া হয়েছে যে তারা অনুপযুক্ত পাঠ্য দ্বারা ভ্রষ্ট হয়ে যাচ্ছে। তরুণদের মন অস্থির করার জন্য শয়তানের সহস্র উপায় রয়েছে। তারা এক মুহুর্তের জন্য প্রহরী বিহীন নিরাপদ নয়। তাদের মনে একটি প্রহরী স্থাপন করা উচিৎ, যেন তারা শত্রুর প্রলােভন দ্বারা প্রলুব্ধ হতে না পারে । MYPBen 263.2