Go to full page →

মানসিক প্রমত্ততা MYPBen 272

যখন উত্তেজনাপূর্ণ গল্পের জন্য ক্ষুধা অনুশীলন করা হয়, তখন নৈতিক স্বাদ বিকৃত হয়ে আসে, এবং মন অতৃপ্ত হয়ে যায় যদি নাকি অবিরত এই আবর্জনাতুল্য, অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ না করা হয়। আমি লক্ষ করেছি, মুখে স্বীকারকারী খ্রীষ্টের অনুসারীগণ, যদি তারা তাদের হাতে নতুন উপন্যাস অথবা গল্পের কাগজ পত্র রাখতে না পারে তারা অসুখী থাকে। মদখাের বা মাতালের ন্যায় আকুলভাবে উত্তেজনা সৃষ্টিকারী পানীয়ের জন্য আফসােস করে। এ সব যুবক-যুবতির মনে প্রার্থনার ইচ্ছা পােষণ করে না, জ্ঞানের উৎসের কাছে। আসার জন্য তাদের সহযােগীদের উপর স্বর্গীয় আলাে বিকিরণ করে না। তাদের গভীর ধর্মীয় অভিজ্ঞতা নাই। যদি এই প্রকার পাঠ্যপুস্তক অবিরত তাদের সম্মুখে না থাকত, তবে তাদের সংশােধনের আশা থাকত; কিন্তু তারা আকুলভাবে তা লাভের চেষ্টা করে এবং তারা তা সংগ্রহ করে । MYPBen 272.5

আমি মানসিক যন্ত্রণা অনুভব করি, যখন দেখি যুবক-যুবতিরা এভাবে তাদের ইহ জীবনের উপকারীতা নষ্ট করে দিচ্ছে এবং সেই অভিজ্ঞতা অর্জনে ব্যর্থ হচ্ছে যা তাদেরকে স্বর্গীয় সমাজে অনন্ত জীবনের জন্য প্রস্তুত করত। আমরা তাদেরকে “মানসিক রােগী” ব্যতিরেকে অন্য কোনাে নামে আখ্যা দিতে পারি না। MYPBen 273.1

অমিতাচার পাঠোভ্যাস তাদের মস্তিষ্কে একটি অতীব ক্ষতিকর প্রভাব ফেলে, যেভাবে অমিতাচার অমিতার আহার এবং পানীয় করে থাকে। MYPBen 273.2