Go to full page →

আমাদের তালন্তসমূহের ধনাধ্যক্ষতা MYPBen 33

যুব বন্ধুগণ, সদাপ্রভুর ভয়, সর্ব প্রকার উন্নতির ভিত্তি; এবং জ্ঞানের আরম্ভ। তােমাদের উপর স্বর্গস্থ পিতার দাবি রয়েছে; কেননা তােমাদের আন্তরিক আমন্ত্রণ অথবা গুণাবলি ব্যতিরেকে, তিনি উদারভাবে তােমাদের দিয়ে থাকেন; তাছাড়া তিনি একটি দানের মাধ্যমে সমস্ত স্বর্গ তােমাদের দিয়েছেন, আর তা হল তার প্রিয় পুত্রকে দান করেছেন। এই অসীম উপহারের বিনিময়ে, তিনি তােমাদের কাছে স্বেচ্ছা বাধ্যতার দাবি করেন। তােমরা একটি মূল্য এমন কি ঈশ পুত্রের বহুমূল্য রক্ত দ্বারা ক্রীত হয়েছ, তাই তিনি চান যেন তােমরা সুযােগের যথার্থ ব্যবহার করতে পার। তােমাদের মেধা এবং নৈতিক শক্তিসমূহ ঈশ্বরের দান, যে তালন্তসমূহ তােমাদের ওপর ন্যাস্ত করা হয়েছে। তার জ্ঞানগর্ভ উন্নতি বিধান করতে হবে, আর সেগুলাে গুপ্ত রাখার স্বাধীনতা তােমার নেই, যেগুলাে সুপ্ত থাকে উপযুক্ত ব্যবহারের অভাবে তা নিষ্ক্রীয় ও খর্ব হয়ে যায়। তােমাদের দৃঢ় সংকল্প থাকবে; তােমাদের উপর ন্যাস্ত ভারী দায়িত্বগুলাে বিশ্বস্তভাবে পালন করবে, তােমাদের প্রচেষ্টাগুলাে সুপরিকল্পিত এবং সর্বোত্তম হতে হবে। MYPBen 33.2

আমরা শেষকালের সঙ্কটময় সময়ে বসবাস করছি। তােমরা যে চরিত্র গঠন করছ; তার প্রতি সমগ্র স্বর্গ আগ্রহান্বিত। তােমাদের জন্য সব ধরণের উপায় করে রাখা হয়েছে; যেন তােমরা স্বর্গীয় প্রকৃতির অংশিদারী হও, লালসার মাধ্যমে আসা জগতের ভ্রষ্টতা হতে পলায়ন কর। মানুষের নিজ দুর্বলতা দ্বারা মন্দের শক্তির উপর বিজয়ী হতে মানুষকে একাকী ছেড়ে দেয়া হয়নি। সাহায্য হাতের নাগালেই আছে, আর যে ব্যক্তি একান্ত মনে তা পেতে চায়, তাকে তা দেয়া হবে । যে ব্যক্তি সর্বোচ্চ স্বর্গে উঠতে চায়, সেই প্রত্যেক আত্মাকে সাহায্য করার জন্য যাকোবের সেই দর্শনের সিড়ি, যে সিঁড়ি বেয়ে ঈশ্বরের দূতগণ ওঠা-নামা করছেন- সেই দর্শনের সিড়ি প্রস্তুত। তারা ঈশ্বরের লােকদের পাহারা দিচ্ছেন, এবং তারা প্রতিটি পদক্ষেপের প্রতি লক্ষ রাখছেন যারা উজ্জ্বল পথ বেয়ে উঠছে, তারা পুরস্কৃত হবে; তারা তাদের প্রভুর আনন্দে প্রবেশ করবে। -“ Fundamental of Christian Education, pp. 8286. MYPBen 33.3

______________________________________