Go to full page →

অবহেলা করার মতাে কোন সময় নেই MYPBen 293

যুবক-যুবতিগণ, তােমাদের অপচয়ের সময় নেই। তােমার চরিত্র গঠন করার জন্য কাজের যােগ্য প্রয়ােজনীয় কাঠ আনয়ন করার জন্য একান্ত চেষ্টা কর। খ্রীষ্টের দোহাই, তােমরা বিশ্বস্ত হবার চেষ্টা কর। সময় বাঁচাবার চেষ্টা কর। ঈশ্বরের সেবায় প্রতিদিন তােমাদেরকে উৎসর্গ কর, এবং তােমরা দেখবে যে, তােমাদের অনেক ছুটির দিন আলস্যে কাটাবার জন্য সময় থাকবে না, এবং আত্মতুষ্টির জন্য অনেক পয়সাও তােমাদের থাকবে না। যারা উন্নতি বিধানের জন্য এবং তাদেরকে খ্রীষ্টের তুল্য গঠন করার চেষ্টা করছে, স্বর্গ তাদের প্রতি লক্ষ রাখছে। যখন মানব প্রতিনিধিগণ খ্রীষ্টের কাছে বশ্যতা স্বীকার করে, পবিত্র আত্মা তাদের জন্য মহৎ কাজ সাধন করবেন MYPBen 293.3

ঈশ্বরের পক্ষে প্রতিটি আত্মত্যাগী কর্মী অপরের জন্য ব্যয় করে এবং নিজে ব্যয় হয়। খ্রীষ্ট বলেন, “যে কেহ আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে সে তাহা হারাইবে, আর যে কেহ আমার নিমিত্ত আপন প্রাণ হারায় সে তাহা পাইবে।” যেখানে সাহায্যের প্রয়ােজনে সেখানে যদি একান্ত চিন্তাপূর্ণ প্রচেষ্টার দ্বারা সাহায্য করা হয়, তাহলে প্রকৃত খ্রীষ্টিয়ান, ঈশ্বর এবং তার সহ মানব সত্ত্বার জন্য তার প্রেম প্রদর্শন করে। সেবা কার্যে সে তার জীবন হারাতে পারে; কিন্তু যখন খ্রীষ্ট আসবেন তার তারকামালকে তাঁর কাছে সংগ্রহ করতে, সে পুনরায় তা খুঁজে পাবে। - The Youth Instructor, September 10, 1907. MYPBen 293.4