Go to full page →

ঈশ্বরের কাছে উপহারসমূহ MYPBen 304

যারা বর্তমান সত্যে বিশ্বাস করেন তারা গণনা করুন যে, বছরে তারা। কত ব্যয় করেন, আর বিশেষ করে, বাৎসরিক ছুটির দিনগুলাের জন্য, স্বার্থপর। এবং অপবিত্র বাসনা চরিতার্থ করার জন্য, ক্ষুধাপূরণ করার জন্য, এবং অন্যের। সঙ্গে অখ্রীষ্টিয় প্রদর্শনীতে প্রতিযােগিতা করার জন্য কত টাকা ও সময় ব্যয়। করেন । নিষ্প্রয়ােজনীয় জিনিষের পিছে যে পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে তা হিসাব করুন, এবং পরে অনুমান করুন, মন এবং শরীরের কোনাে ক্ষতি না। করে ঈশ্বরের পবিত্র দানের স্বার্থে কি পরিমাণ অর্থ বাঁচানাে যাতে । MYPBen 304.1

অতি অল্প মূল্যের মুদ্রা এবং অধিক উদার দান আনা যেত, যার মাধ্যমে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গীকৃত মণ্ডলীর ঋণ শােধ করে মণ্ডলীকে স্বচ্ছল । করা যেত। মিশনারিগণ রয়েছে যাদেরকে নতুন ক্ষেত্রে প্রেরণ করতে হবে, এবং অন্যদের তাদের নির্ধারীত ক্ষেত্রে সাহায্য করতে হবে। এ সব। মিশনারিদের তাদের কড়াকড়িভাবে অর্থনীতি পরিচালনা করতে হবে, এমন কি। তােমরা প্রতিদিন যা উপভােগ কর এবং তােমরা জীবনের অবশ্য প্রয়ােজন বলে । বিবেচনা কর-তারা এ সবের চেয়ে খুব সামান্য সাচ্ছন্দ্য উপভােগ করে। - Review and Herald, November 21, 1878. MYPBen 304.2