Go to full page →

সেবার জন্য যােগ্যতা অর্জন MYPBen 35

যারা ঈশ্বরের পক্ষে কার্যকারী হবার লক্ষ্যে প্রাণপণ চেষ্টা করে, যারা সহভাগী হবার জন্য একান্তভাবে চেষ্টা করে, তারা অবিরত ঈশ্বরের নিকট থেকে জ্যোতি লাভ করবে যেন তারা যােগাযােগের প্রবাহ স্বরূপ হতে পারে। যুবক-যুবতিগণ যদি, দানিয়েলের মত তাদের সকল প্রকৃতি, ক্ষুধা, এবং প্রচণ্ড আবেগসমূহ ঈশ্বরের চাহিদামত কাজে ব্যবহার করতে পারে তবে তারা নিজেদেরকে উন্নততর কাজের জন্য যােগ্য করে তুলবে। যা কিছু বাজে এবং ফালতু তাদের মন থেকে সে সব দূর করে দিতে হবে। যারা ঈশ-পুত্রে বিশ্বাসে জীবন যাপন করছে, যারা তার মাংস ভােজন করছে, এবং রক্ত পান করছে। এবং বিশ্বাসে জীবন যাপন করছে, তাদের জীবন থেকে তুচ্ছনীয়, আমােদ প্রমােদ প্রিয় স্বাভাবিক প্রবণতা পরিহার করতে হবে, ওগুলাে জীবনের অভিজ্ঞতায় স্থান পাবে না। MYPBen 35.3

তাদের উপলব্ধি করতে হবে যে, যদিও শিক্ষা লাভের সব সুযােগ সুবিধা তাদের হাতের নাগালে রয়েছে, তথাপি তারা সেই শিক্ষা লাভে ব্যর্থ হতে পারে, যা তাদেরকে ঈশ্বরের দ্রাক্ষাক্ষেত্রের কোনাে না কোনাে কাজের জন্য যােগ্য করে তুলবে। তারা জ্ঞান সম্পন্ন কর্তব্যবােধের আবশ্যকীয় করণীয় যােগ্যতা ছাড়া ঈশ্বরের সেবায় নিয়ােজিত থাকতে পারে না। যদি তারা মহামূল্য আত্মাকে আমােদ প্রমােদ এবং চিত্তবিনােদনের দিকে সঁপে দেয়, যা উচ্চ এবং মহৎ উদ্দেশে শক্তিমন্ত করা উচিৎ, তবে তারা সেই শক্তিসমূহের মর্যাদাহানী করছে যা ঈশ্বর তাদেরকে দিয়েছেন, তবে তারা ঈশ্বরের সাক্ষাতে দোষী, কেননা তারা তাদের তালন্ত সমূহ বুদ্ধিপূর্বক ব্যবহার দ্বারা উন্নয়নে ব্যর্থ হয় । MYPBen 36.1

তাদের নগণ্য আধ্যাত্মিকতা ঈশ্বরের কাছে একটি বিঘ্নস্বরূপ। তারা যাদের সঙ্গে মেলামেশা করে, তাদের মন কলঙ্কিত এবং ভ্রষ্ট করে। তাদের কথা এবং কাজ দ্বারা তারা পবিত্র বিষয়ের প্রতি একটি অসতর্ক অমনােযােগিতা উৎসাহিত করে। তারা কেবল তাদের নিজ আত্মাকে সঙ্কটাপন্ন করে না, কিন্তু তারা যাদের সংস্পর্শে যায়, তাদের সবার কাছেই তাদের আদর্শ ক্ষতিকর । খ্রীষ্টকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে তারা সম্পূর্ণ অসমর্থ। তারা পাপ, অসতর্কতা, বেপরােয়া, এবং মূর্খতার দাস; তারা তার কাছ থেকে দূরে সরে যায় । MYPBen 36.2

যারা স্বল্প সাফল্যে সন্তুষ্ট, তারা ঈশ্বরের সহকার্যকারী হতে ব্যর্থ হয়। যদি প্রহরী নিযুক্ত করা না হয়, তবে তাদের মন যে দিক ইচছা সেদিক চলে যায়, আর মনে হয় শয়তান তার সেনাবাহিনীতে অন্যান্য আত্মাকে প্রলুব্ধ করার জন্য প্রশিক্ষিতদের পরামর্শ দেয়। তারা ধর্মকে একটি পেশা করতে পারে, তারা ধার্মিকতার একটি অবয়ব প্রস্তুত করতে পারে; কিন্তু তারা ঈশ্বর প্রিয় নয় বরং বিলাস প্রিয়। MYPBen 36.3