Go to full page →

আত্ম-অস্বীকারের কাজ MYPBen 310

ঘর থেকে ঘরে যাবার পর এবং অনেকগুলাে ছবি দেখার পর আমাকে লােকদের বিরুদ্ধে এ বিষয় সতর্ক করে দিতে বলা হয়েছে। MYPBen 310.1

ঈশ্বরের জন্য আমরা এটুকু করতে পারি। এই ছবিরূপ প্রতিমাগুলাে আমরা দৃষ্টির বাইরে রাখতে পারি। এগুলােতে মঙ্গলের কোনাে শক্তি নেই, কিন্তু ঈশ্বর এবং আত্মার মধ্যখানে প্রতিবন্ধকরূপে রয়েছে, সত্যের বীজ বপনের ক্ষেত্রে এসবের ভূমিকা নেই। যারা তাঁকে অনুসরণ করবে বলে দাবি করে খ্ৰীষ্ট তাদের ঈশ্বরের সমগ্র যুদ্ধ শয্যা পরিধান করতে আহ্বান করেন MYPBen 310.2

আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলাের ঈশ্বরের আত্মার সংস্কার শক্তি উপলব্ধি করায় আবশ্যকতা উপলব্ধি করা আবশ্যক। কিন্তু লবণের স্বাদ যদি যায়, তবে তাহা কি প্রকারে লবণের গুণবিশিষ্ট করা যাইবে? তাহা আর কোন কার্যে লাগে না, কেবল বাহিরে ফেলিয়া দিবার ও লােকের পদতলে দলিত হইবার যােগ্য হয়। যার হইবার যােগ্য হয়। যারা আমাদের বিদ্যালয় ও চিকিৎসা বিদ্যালয় শিক্ষকশিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছেন তাদের উচ্চ মাত্রায় উৎসর্গীকৃত হতে হবে । আর এসব প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী হিসেবে রয়েছে, যারা বিভিন্ন স্থানে প্রচারক হিসেবে যাবার জন্য নিজেদের যােগ্য করে তুলছে তাদের অবশ্যই আত্ম-অস্বীকারের বিষয়টি অনুশীলন করতে হবে। MYPBen 310.3

আমরা ঈশ্বরের ধনাধ্যক্ষ, “আর, ধনাধ্যক্ষের এই গুণ চাই, যেন তাহাকে বিশ্বস্ত দেখিতে পাওয়া যায়।” সদাপ্রভু আমাদের কাজের যে টাকা পয়সা সঞ্চিত রেখেছেন তা বিশ্বস্তভাবে ব্যবহার করতে হবে। আমাদেরকে দেওয়া তালন্তের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে তা বাড়াতে হবে, যেন ঈশ্বর যখন আসবেন তখন আমরা সুদে আসলে তা তাঁকে ফেরত দিতে পারি।-“ Review and Herald, June-13, 1907. MYPBen 310.4