Go to full page →

পারিবারিক কাজে বিশ্বস্ততা—১০৮ MYPBen 318

পিতা ও মাতার আশীর্বাদে, ভাই ও বােনদের স্নেহ-মমতা ও অনুরাগের ফলে যুবক-যুবতিদের মধ্যে তাদের নিজেদের গৃহ থেকেই সর্বোচ্চ কর্তব্য জ্ঞান গড়ে ওঠে। অন্যদের যত্নের ব্যাপারে পরিবারেই তারা আত্মত্যাগ এবং নিজেকে ভুলে থাকার বিষয়টি দেখাতে পারে। এই কাজের দ্বারা নারীরা যেন কখনও অশ্রদ্ধার পাত্র না হন। এটি সবচেয়ে পবিত্রতম ও সর্বোৎকৃষ্ট কার্যক্ষেত্র যেখানে তিনি তার কর্তব্য পালন করে থাকেন। ভাইদের উপর বােনদের কতই না প্রভাব থাকতে পারে! সে যদি ন্যায্য হয়, তাহলে সে তার ভাইদের চরিত্র নির্ধারণ করে দিতে পারে। তার প্রার্থনা, তার মৃদুশীলতা এবং তার স্নেহ-মমতা একটি পরিবারে অনেক কিছু করতে পারে । MYPBen 318.1

প্রিয় ভগ্নি, এই মহৎ গুণগুলাে অন্য লােকদের মনে কখনও রেখাপাত করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত এগুলাে প্রথমে আপনার নিজের লােকদের মধ্যে প্রয়ােগ পরিলক্ষিত না হয়। স্নেহ-মমতা, মৃদুশীলতা এবং মনের উজ্জ্বলতা যা আপনার উপরে প্রতিফলিত হয় এবং মনের মধ্যে সেই তৃপ্তি ভাব আনে, যা প্রতিটি হৃদয়ে পৌছাবে এবং অন্যের মনেও তৃপ্তিভাব আনবে। হৃদয় জুড়ে যদি খ্রীষ্ট না থাকেন তবে সেখানে অতৃপ্তি এবং নৈতিক বিকলাঙ্গতা বিরাজ করে। স্বার্থপরতা অপরের সেই সমস্ত বিষয়গুলাে পেতে চায় যা আমরা তাদের দিতে অনিচ্ছুক...। MYPBen 318.2

এটি কোনাে মহৎ কাজ নয় এবং মহা যুদ্ধ নয় যার জন্য হৃদয় চেষ্টা করে থাকে এবং উৎসাহ দাবী করে থাকে। প্রতিদিনকার জীবন আমাদের কাছে। মানসিক দ্বিধা, পরীক্ষা এবং নানা ধরণের হতাশা এনে থাকে। এটি সেই বিনীত কাজ যা সচরাচর ধৈর্য ও আত্মসংযম থেকে এসে থাকে। সব ধরণের সমস্যা সমাধান করতে এবং জয় করতে স্বনির্ভরতা ও সাহসিকতার প্রয়ােজন হয়। সব স্থানে আপনার পরামর্শদাতা ও সান্তনাকারী হতে প্রভু যেন আপনার পাশে পাশে থাকতে পারেন সে ব্যাপারটি নিশ্চিত করুন।—“টেস্টিমনি ফর দ্যা চার্চ,” ৩য় খণ্ড, পৃষ্ঠা ৮০, ৮১। MYPBen 318.3