Go to full page →

পিতামাতার প্রতি প্রেম ও ভক্তি-শ্রদ্ধা—১১১ MYPBen 323

যারা প্রকৃতপক্ষে খ্রীষ্টের অনুসারী তারা অবশ্যই তাঁকে তাদের অন্তরে বাস করতে দেবে, এবং তাঁকে প্রভু হিসেবে সিংহাসনে বসাবে। তারা তাদের পারিবারিক জীবনে অবশ্যই তাঁর আত্মা ও তার চরিত্রকে তুলে ধরবে, এবং যারাই তাদের সহচর্যে আসে তাদের প্রতি তারা দয়া ও শিষ্টাচার প্রদর্শন করবে। MYPBen 323.1

অনেক ছেলেমেয়ে আছে যারা সত্য জানে বলে দাবী করে, কিন্তু তারা পিতামাতার প্রতি তাদের প্রাপ্য সম্মান ও ভালােবাসা দেখায় না, তারা তাদের পিতার ও মাতার প্রতি ভালােবাসা দেখায় না বললেই চলে, আর তারা নিজেদের ইচ্ছার প্রতি নতি স্বীকার করে কিন্তু তাদের পিতামাতার প্রতি সম্মান দেখাতে, অথবা তাদের উৎকণ্ঠা থেকে মুক্তি দিতে ব্যর্থ হয়। অনেকে নিজেদের খ্রীষ্টিয়ান বলে দাবী করে কিন্তু তারা জানে না, “তােমার পিতাকে ও তােমার মাতাকে সমাদর করিও,” বলতে কি বুঝায়, তার ফলে তারা এও জানে না যে, “যেন তােমার ঈশ্বর সদাপ্রভু তােমাকে যে দেশ দিবেন, সেই দেশে তােমার দীর্ঘ পরমায়ু হয়,” বলতে কি বােঝায়। MYPBen 323.2

আমাদের যুবক-যুবতিরা দাবী করে যে তারা সেই সমস্ত লােকদের অন্তর্ভক্ত যারা ঈশ্বরের দশ আজ্ঞা পালন করে, তবুও তাদের মধ্যে অনেকে পঞ্চম আজ্ঞাটি উপেক্ষা করে এবং ভঙ্গ করে; কিন্তু এই নৈতিক উপদেশটি যারা। পালন করে, পিতাকে ও মাতাকে সম্মান করে তাদের প্রতি যে চমৎকার আশীর্বাদের ব্যাপারে প্রতিজ্ঞা করা হয়েছে, যারা আজ্ঞাটি উপেক্ষা করে তাদের প্রতি প্রতিজ্ঞাগুলাে পূর্ণতা পাবে না। তারা যদি তাদের পাপের ব্যাপারে অনুতপ্ত না হয়, এবং খ্রীষ্টের অনুগ্রহের মাধ্যমে তাদের অভ্যাস ও চরিত্রের যদি নতুনভাবে গঠন না করে, তারা কখনও নতুন পৃথিবীতে প্রবেশ করতে পারবে না, যেখানে তারাও অনন্তকাল বসবাস করতে পারত। যারা তাদের পিতামাতাকে সম্মান করে না তারা ঈশ্বরকেও শ্রদ্ধা করবে না এবং সম্মানও করবে না। যারা পরীক্ষা সহ্য করতে ব্যর্থ হবে, যারা তাদের ঈশ্বর ভয়শীল পিতামাতাকে সম্মান করতে ব্যর্থ হবে, তারা ঈশ্বরের প্রতি বাধ্য হওয়ার ব্যাপারেও ব্যর্থ হবে, আর সেই কারণে তারা প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করার আশা করতে পারে না । MYPBen 323.3