Go to full page →

ব্যক্তিগত দায়-দায়িত্ব MYPBen 330

সন্তানরা, তােমাদের সুপরামর্শ দেবার জন্য ঈশ্বর তােমাদের পিতামাতাকেই উপযুক্ত দেখেছেন, আর তাই তাদের কাজের অংশ হিসেবে তােমরা যাতে সুন্দর চরিত্র গঠনের মাধ্যমে স্বর্গরাজ্যের অধিকারী হতে পার সে জন্য তারা তােমাদের পরামর্শ দিবেন এবং প্রয়ােজনে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন। তবুও এটি তােমাদের উপরে নির্ভর করে তােমাদের বিশ্বস্ত, প্রার্থনাশীল, ও ঈশ্বরভয়শীল পিতামাতার কাছ থেকে তােমরা এক একজন উত্তম খ্রীষ্টিয়ান হিসেবে চরিত্র গঠনের সেই অপূর্ব সুযােগ গ্রহণ করবে কি করবে না। তথাপি সন্তানদের জন্য পিতামাতার সর্ব প্রকার বিশ্বস্ততা ও উৎকণ্ঠা থাকা সত্ত্বেও তারা একাকী তাদের সন্তানদের রক্ষা করতে পারে না। সেখানে সন্তানদেরও করণীয় রয়েছে। প্রত্যেক সন্তানের ব্যাপারটি স্বতন্ত্র এবং প্রত্যেকের প্রতি আলাদা আলাদাভাবে মনােযােগ দিতে হবে MYPBen 330.2

পিতামাতাকে বিশ্বাস করার পর, তােমাদের সম্মুখেও একটি দায়িত্বপূর্ণ কাজ রয়েছে, তােমাদের সন্তানদের চলার পথ, এমন কি তাদের ধর্মীয় অভিজ্ঞতার বিষয়েও তাদের পথ দেখিয়ে দিতে হবে। তারা যখন প্রকৃতপক্ষে ঈশ্বরকে ভালােবাসবে, তখন তােমরা তাদের প্রতি যে যত্ন করেছ আগ্রহ দেখিয়েছ, এবং তাদের ইচ্ছা ও আকাঙ্খকে বশে আনার ব্যাপারে যে বিশ্বস্ততা দেখিয়েছ, সেজন্য তারা তােমাদের প্রশংসা করবে এবং শ্রদ্ধা করবে।” টেস্টিমনিস্ ফর দ্যা চার্চ,” ১ম খণ্ড, পৃষ্ঠা ৩৯১-৪০৩। MYPBen 330.3

------------------------------------