Go to full page →

পােশাকের দ্বারা ধর্মকে মূল্যায়ন MYPBen 340

প্রিয় যুবক-যুবতিরা, তােমাদের মধ্যে ফ্যাশন অনুসারে পােশাক তৈরি, এবং পােশাকে কারুকার্যময় ফিতা লাগান, স্বর্ণ পরিধান করা, এবং দেখানাের জন্য পােশাকে কৃত্রিম সৃজনশীলতা যুক্ত করার একটি প্রবণতা রয়েছে, যা অন্যরা তােমাদের ধর্মে অথবা তুমি যে সত্য ধারণ কর বলে জাহির করে থাক তা এ-সবের অনুমােদন করবে না। গর্বিত হৃদয় এবং দুর্বল মনের মানুষ হিসেবে প্রমাণ স্বরূপ নিজেকে বাহ্যিক ভাবে সাজাতে কোন ধরণের পদক্ষেপ তুমি নিচ্ছ সে দিকে বুদ্ধি সম্পন্ন সকল লােক তােমাদের প্রতি নজর রাখবে। আমার যুব ভগ্নিদের জন্য সাধারণ, সরল, এবং নিরহংকার পােশাক অনুমােদিত হবে। সাধারণ পােশাক-পরিচ্ছদ এবং সাধারণ চালচলন ব্যতীত অন্য আর কোনাে ভালাে উপায়ে তুমি তােমার জ্যোতিকে অন্যের মাঝে উজ্জ্বলভাবে জালিয়ে দিতে পার না। স্বর্গীয় বিষয়গুলাের তুলনা করে এটি তুমি অন্য সকলকে দেখাতে পার, আর এভাবে সঠিক মুল্যবিচার করে তুমি এই জীবনের সমস্ত কিছুর উপরে তা স্থাপন করতে পার—“টেস্টিমনিস ফর দ্যা চার্চ,” ৩য় খণ্ড, পৃষ্ঠা ৩৭৬। MYPBen 340.1