Go to full page →

পােশাকের ব্যাপারে MYPBen 343

মিতব্যয় আমাদের পােশাক হতে হবে সুলভ, -“স্বর্ণ অথবা মনি-মুক্তা খচিত কোন দামী পােশাক নয়।” অর্থ বা টাকা-পয়সা ঈশ্বর প্রদত্ত একটি আমানত। এটি আমাদের অহংকার অথবা উচ্চাকাঙ্খ চরিতার্থ করতে ব্যয় করার জন্য নয়। ঈশ্বররের সন্তানদের হাতে এটি ক্ষুধার্তদের জন্য খাদ্য এবং বস্ত্রহীনদের জন্য বস্ত্র ক্রয়ের উদ্দেশ্যে প্রদত্ত। এটি পীড়িতদের রক্ষার জন্য, অসুস্থদের আরওগ্যের জন্য, অথবা দীনহীনদের কাছে সুসমাচার প্রচারের জন্য। যে অর্থ এখন প্রদর্শনের জন্য ব্যয় করছেন তা বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করে আপনি বহু মানুষের অন্তরে সুখ আনতে পারেন। খ্রীষ্টের জীবন বিবেচনা করুন। তার চরিত্র ধ্যান করুন, এবং আপনিও তাঁর সঙ্গে তাঁর আত্মত্যাগের অংশীদার হউন । MYPBen 343.2

নিজেদের খ্রীষ্টিয়ান বলে দাবীকৃত বিশ্বে, অলঙ্কার এবং অযথা ব্যয়। বহুল পােশাক-পরিচ্ছদ ক্রয়ে যে অর্থ ব্যয় করে থাকে তা দিয়ে সমস্ত ক্ষুধার্ত ব্যক্তিদের খাবারের ব্যবস্থা করা যায় এবং বস্ত্রহীনদের বস্ত্রের ব্যবস্থা করা যায় । ফ্যাশান এবং প্রদর্শনীর জন্য যে অর্থ ব্যয় করা হয় তা দিয়ে গরীব এবং নির্যাতিতদের মাঝে স্বস্তি আনা যেত। তারা ত্রাণকর্তার সুসমাচারের জগৎকে হরণ করছে...। MYPBen 343.3