Go to full page →

লাবন্য এবং স্বাভাবিক সৌন্দর্য MYPBen 344

এতে লাবন্য, সৌন্দর্য, ও স্বাভাবিক সরলতার উপযুক্ততা থাকতে হবে। MYPBen 344.4

খ্রীষ্ট আমাদের জীবনের লাবন্য এবং স্বাভাবিক সৌন্দর্যের বিরুদ্ধে নয়, কিন্তু অহংকারের বিরুদ্ধে খ্রীষ্ট আমাদের সতর্ক করে দিয়েছেন। তিনি ক্ষেত্রের কানুড় পুষ্পের সৌন্দর্য এবং তার লাবন্যকে দেখিয়ে বলেন, “শলােমনও আপনার সমস্ত প্রতাপে ইহার একটির ন্যায় সুসজ্জিত ছিলেন না।” মথি ৬:২৯। এভাবে প্রাকৃতিক বিষয়গুলাে দিয়ে খ্রীষ্ট সৌন্দর্যকে বর্ণনা করেন যাকে স্বর্গ বিনম্র লাবন্য, সরলতা, শুদ্ধতা, এবং উপযুক্ততা হিসেবে মূল্য দিয়ে থাকে যা ঈশ্বরের কাছে আমাদের পােশাককে সন্তুষ্টজনক করে তুলবে। --Counsels to Teachers, Parents and Students. pp-302, 303. MYPBen 344.5