Go to full page →

খ্রীষ্টিয় শ্রান্তি-বিনােদন MYPBen 356

নির্মল শ্রান্তি-বিনােদনের মাধ্যমে দেহের সজীবতা ও মনের সবলতার অন্বেষণ করা খ্রীষ্টিয়ানদের জন্য একটি সুযােগ ও কর্তব্য, যাতে তারা তাদের শরীরিক ও মানসিক শক্তি ব্যবহার করে ঈশ্বরের গৌরব করতে পারে । আমাদের বিনােদনগুলাে নির্বোধ আমােদ-প্রমােদের দৃশ্য হওয়া উচিৎ নয় যা কোনাে বাজে বা অর্থহীন পর্যায় পৌঁছায়। আমরা ওগুলাে এমন ভাবে পরিচালনা করতে পারি যাতে আমরা যাদের সঙ্গে মিশি তাদের সকলের জন্য তা মঙ্গলজনক হয় ও উন্নয়নমূলক হয়, এবং খ্রীষ্টিয়ান হিসেবে আমাদের ও তাদের উপরে যে দায়িত্ব এসে পড়েছে তা অপেক্ষাকৃত যােগ্য ও কৃতকার্যতার সঙ্গে সম্পাদন করতে পারি । MYPBen 356.1

আমরা যদি এমন চিত্ত বিনােদনে নিয়ােজিত থাকি, যার প্রবণতা হল আমাদের জীবনের সাধারণ কর্তব্যগুলােকে বিশ্বস্ততার সঙ্গে সম্পাদনের ক্ষেত্রে আমাদের অযােগ্য করে তােলা, এবং ঈশ্বর ও স্বর্গীয় বিষয়গুলাে নিয়ে গভীর ধ্যান করতে আমাদের আগ্রহ কমিয়ে দেয়া, তাহলে আমরা ঈশ্বরের দৃষ্টিত ক্ষমার যােগ্য হতে পারি না । খ্রীষ্টের ধর্ম হল আনন্দজনক এবং তার প্রভাব হল উন্নতিকারক। এটি নির্বোধ ভাড়ামি ও রসিকতা, অযথা ও তুচ্ছ গালগল্পের মত বিষয়গুলাে উর্ধ্বে। আমাদের সকল শান্তি-বিনােদনের মধ্যে আমরা স্বর্গীয়। উৎসের সতেজ শক্তি ও ক্ষমতা সংগ্রহ করতে পারি, যার দ্বারা আমরা আমাদের জীবনকে শুদ্ধতা, প্রকৃত মঙ্গলভাব এবং পবিত্রতার দিকে আরও বেশি। কৃতকার্যতার সঙ্গে উন্নতি করতে পারি । MYPBen 356.2