Go to full page →

জাগতিক আমােদ-প্রমােদের প্রতি আকর্ষণ—১২৫ MYPBen 359

বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মনে জগতের প্রতি প্রেম প্রাধান্য পাওয়ার ব্যাপারটি একটি সতর্কমূলক ব্যাপার। কোনাে এক চমৎকার ছুটির দিনে, অনেকে মূল্যবান সময়কে সুযােগ মনে করে নিজেদের জাগতিক আনন্দে নিয়ােজিত রাখে, তখন আশীর্বাদের বিষয়গুলাে বিলম্বিত হয়, আর তারা জাগৎকে শুধু নিজেদের আনন্দের জন্য স্থান দিয়ে থাকে, যাতে তারা চারিদিকের চলমান মহা আনন্দের উত্তেজনায় নিজেরা পরিতৃপ্ত হতে পারে। জগতের মাঝে এবং জগতের বিষয়বস্তুর মাঝে তারা তাদের আনন্দ খুঁজে পায়, আর তারা স্বর্গীয় পিতার কাছে এবং তার আত্মার কাছে অপরিচিত হয়ে ওঠে। অনেকে তাদের আলাপচারিতায় অসংযত হয়ে ওঠে। তাদের বাক্য দ্বারাই যে তারা ধার্মিক গণিত হবে অথবা দোষীকৃত হবে তা তারা ভুলে থাকতে পছন্দ করে। ঈশ্বর তাদের কাজে, মনে, বাক্যের চপলতায় এবং নিষ্ফল ও অযথা কথাবার্তায় এবং হাসাহাসিতে অসম্মানিত হন আর এভাবেই আমাদের অনেক যুবক-যুবতিদের চরিত্র গঠিত হয়েছে...। MYPBen 359.1

জাগতিক আনন্দ ও বিনােদনের মধ্যে সুখ খোঁজার জন্য তাদের পরিচালিত করতে শয়তান বিশেষ প্রচেষ্টা চালিয়ে থাকে, এবং তারা যাতে নিজেরাই বিচার করতে পারে যে এই সমস্ত চিত্ত-বিনােদন নিষ্কপট এবং এগুলাে ক্ষতিকর নয়, এমনকি স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ, এমনটি দেখাতে সে সব সময়। চেষ্টা করে থাকে। সে দেখায় যে পবিত্রতার পথ অত্যন্ত কঠিন, অপর পক্ষে জাগতিক আনন্দের পথগুলাে ফুলে ফুলে শােভিত। MYPBen 359.2

সে যুবক-যুবতিদের সামনে মিথ্যা ও আত্মতৃপ্তিকর বর্ণিল রঙে জগৎ ও তার বিনােদনগুলাে সুসজ্জিত করে রাখে। কিন্তু জগতের আনন্দগুলাে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এবং যা বােনা হয়েছে তা অবশ্যই ছেদন করা হবে । যিনি আমাদের আত্ম-সত্তার নির্মাতা, যিনি প্রতি মুহূর্তে আমাদের প্রতি তাক্ষ রাখেন, সেই ঈশ্বরের কাছে আমাদের ব্যক্তিগত আকর্ষণীয় বিষয়বস্তু, দক্ষতা, অথবা তালন্তগুলাে উৎসর্গ করার জন্য কি খুবই মূল্যবান? আপনার যােগ্যতাগুলাে ঈশ্বরকে উৎসর্গ করার ক্ষেত্রে কি খুব বেশী মূল্যবান? MYPBen 359.3