Go to full page →

ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে বিশ্বস্ততা MYPBen 361

ব্যক্তিগত, অবিরত ও একান্ত প্রচেষ্টাগুলাে কৃতকার্যতার দ্বারা পুরস্কৃত হবে। যারা আমাদের জগতে প্রচুর পরিমাণে ভালাে কিছু করতে চায় তাদের অবশ্যই ক্ষুদ্র ক্ষুদ্র কাজের মাধ্যমে ঈশ্বরের ইচ্ছা অনুসারে কাজ করতে ইচ্ছুক হতে হবে। যারা মহৎ এবং চমৎকার কিছু করে অর্জনের সুউচ্চ পর্যায়ে পৌছতে চায়, তারা যে কোন কিছু করতে ব্যর্থ হবে । হঠাৎ কোনাে মহৎ কাজ করার চেয়ে কোনাে মঙ্গলজনক কাজে ধীরে ধীরে উন্নতি সাধন ও বার বার বিশ্বস্ত ভাবে কাজ করা ঈশ্বরের দৃষ্টিতে বেশি গুরুত্বপূর্ণ, আর তা যুবক-যুবতিদের প্রচেষ্টাকে বৈশিষ্ট্য দান করে তাদের জন্য একটি সুনাম বয়ে আনে, ..। MYPBen 361.2

আত্মাগুলাে রক্ষার্থে যুবক-যুবতিরা শারীরিক পরিশ্রমের মাধ্যমে মঙ্গলজনক কাজ করতে পারে। যে সমস্ত তালন্ত বা দক্ষতা তাদের দেওয়া হয়েছে তা ব্যবহার করতে ঈশ্বর তাদের দায়বদ্ধ করেন। যারা ঈশ্বরের পুত্র ও কন্যা হিসেবে দাবী করেন তাদের লক্ষ্য উচ্চ পর্যায়ের হােক। ঈশ্বর তাদের যে। প্রকারের মানসিক শক্তি দিয়েছেন তারা সেগুলাে ব্যবহার করুক। — The Youth’s Instructor; January 1, 1907. MYPBen 361.3

--------------------------------------------