Go to full page →

যুবক-যুবতিদের জন্য বিপজ্জনক চিত্তবিনােদন —১২৭ MYPBen 365

ঈশ্বরের লােকদের জন্য বিশেষ করে যুবক যুবতিদের জন্য উত্তেজনাকর ও আনন্দদায়ক চিত্তবিনােদন হল প্রলােভন এবং ফাদ স্বরূপ। শুধু ভবিষ্যৎ দৃশ্যপটের জন্য প্রস্তুতিমূলক আনুষ্ঠানিক ধর্মীয় কাজ থেকে মনকে ভিন্ন দিকে আকৃষ্ট করতে শয়তান অবিরত প্রলােভনের পর প্রলােভন তৈরি করে যাচ্ছে। অসতর্ক ব্যক্তিদের জাগতিক বিনােদনে অংশগ্রহণে প্ররােচিত করতে জাগতিক প্রতিনিধিদের মাধ্যমে সে প্রতিনিয়ত উত্তেজনা বজায় রাখে। সেখানে বিভিন্ন প্রদর্শনী, বক্তৃতা, এবং বিরতিহীন নানা ধরণের বিনােদন থাকে যা জগৎকে প্রেম করতে পরিচালিত করে বলে বিবেচিত হয়; আর জগতের সঙ্গে এই মিলনের মধ্য দিয়ে বিশ্বাসকে দুর্বল করা হয়। MYPBen 365.1

শয়তান হল একজন অধ্যবসায়ী কর্মী, একজন ধূর্ত প্রতারক, একজন ভয়ানক শত্রু। যখনই অসতর্কভাবে কোন কথা বলা হয়, সে তােষামােদের খাতিরে হােক অথবা কোন কারণ বশত হােক, যুবক-যুবতিরা যখন কোন পাপকে কম জঘন্য বলে প্রশ্রয় দেয় তখন সে সেই সুযােগটি নেয়, এবং মন্দ বীজটিকে সে আরও পুষ্টি যােগায় যাতে তা শিকড় ছড়াতে পারে এবং প্রচুর পরিমাণে শস্য উৎপন্ন করতে পারে। প্রতারক হিসেবে সে যথেষ্ট বাকপটু, এবং সে একজন দক্ষ সম্মােহনকারী। তার অনেক জাল রয়েছে যা নিখুঁতভাবে বােনা, যা দৃশ্যত নিস্পাপ বলে মনে হয়, কিন্তু সেগুলাে যুবক-যুবতি ও অসতর্ক ব্যক্তিদের জড়িয়ে ফেলার জন্য সুদক্ষভাবে প্রস্তুত করা হয়েছে। প্রকৃতগতভাবে মন আনন্দ ও আত্ম-স্বার্থ চরিতার্থ করার দিকে ধাবিত হয়। এটি আমার আত্মার জন্য ভালাে হবে কি-না এমন প্রশ্ন যাতে করার কোনাে সময় না পায়। সে জন্য শয়তানের নীতি হল জাগতিক চিত্তবিনােদনের জন্য মনকে ভরিয়ে তোলা। MYPBen 365.2