Go to full page →

উচ্চ থেকে অধিকতর উচ্চে পৌঁছানাে MYPBen 42

তােমার মেধা ও গুণাগুণ যত বেশি হউক না কেন, যত কম হউক না। কেন, মনে রাখবে, যে সমস্ত গুণাবলীর তােমার রয়েছে তা শুধু তােমাকে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। আর সেভাবেই ঈশ্বর তােমাকে পরীক্ষা করছেন, নিজেকে সত্য হিসেবে প্রমাণ করার জন্য তিনি তােমাকে সুযােগ দিচ্ছেন। তােমার সমস্ত ক্ষমতার জন্য তুমি তার কাছে ঋণী। তােমার শরীরের, মনের এবং আত্মার সমস্ত ক্ষমতা তার অধিকারভুক্ত, আর সেই ক্ষমতাগুলাে তার পক্ষে ব্যবহার করতে হবে। তােমার সময়, তােমার প্রভাব, তােমার ক্ষমতা, তােমার যােগ্যতা, যিনি তােমাকে এই সব কিছু দিয়েছেন, এগুলাের ব্যাপারে তার কাছে তােমাকে জবাবদিহি করতে হবে। মানুষের উন্নতিকল্পে প্রভুর মহৎ পরিকল্পনাকে চালিয়ে নেবার জন্য যে তার মেধাগুলাে আন্তরিকভাবে ব্যবহারের চেষ্টা কওে, সেই তার মেধাগুলাের সর্বোত্তম ব্যবহার করতে পারে। MYPBen 42.1

যে কাজ তুমি শুরু করেছ সেই কাজে লেগে থাক, যতক্ষণ না তুমি বিজয়ের উপর বিজয় অর্জন করতে পার। একটি উদ্দেশের জন্য নিজেকে শিক্ষিত করে তােল। উচচতম আদর্শের দিকে দৃষ্টি রাখ, যাতে তুমি অধিক এবং আরও অধিকতর ভালাে কাজ করতে পার, আর এভাবেই ঈশ্বরের গৌরব প্রতিফলিত হবে দ্যা ইয়ুথস ইন্সস্ট্রাক্টর, জানুয়ারি ২৫, ১৯১০। MYPBen 42.2