Go to full page →

কাজে অপবিত্র প্রভাব—১২৯ MYPBen 374

আমি আমাদের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে স্থির চিত্ত হতে সবিনয় অনুরােধ করি। ঈশ্বরের কাছে চপলতা পছন্দ নয়। তাদের খেলাধূলা এবং কৌতৃক প্রলােভনের জোয়ারের দুয়ার খুলে দেয়। তাদের বুদ্ধিমত্তার কার্যক্ষমতা ঈশ্বরের স্বর্গীয় প্রতিভার সম্পদ, এবং তাদের চিন্তাধারা সস্তা এবং হীন বিষয়ের দিকে যাবার জন্য অনুমতি দেওয়া উচিৎ নয়। ঈশ্বরের বাক্যের সঙ্গে সমন্বয় রেখে স্থির নীতিমালা, পবিত্র, আদর্শ উচ্চাকাঙ্খা গঠিত হয়। পবিত্র আত্মা মানব মনের সঙ্গে সহযােগিতা করেন এবং আর এর নিশ্চিত ফল হল উন্নত এবং পবিত্র আবেগ।.....। MYPBen 374.1

হীন, সাধারণ আমােদ-প্রমােদ, প্রিয় দল, আহার এবং পানের জন্য সমবেত হওন, গান বাজনা এবং বাদ্যযন্ত্রের খেলাধূলা এমন একটি আত্মা দ্বারা অনুপ্রাণিত যা ঘৃণ্য এবং অনুপযুক্ত পরিবেশ থেকে আসে। ঐ সব শয়তানের প্রতি একটি নৈবেদ্য।.... MYPBen 374.2

যারা এসব চপলতার মধ্যে পরিচালিত হয়, তারা এমন একটি খুঁত আনয়ন করে যা সহজে মুছে ফেলা যায় না। তারা তাদের নিজেদের আত্মা আহত করে এবং তারা জীবন ভর এসব ক্ষত বহন করবে। কুক্ৰিয়াকারী তার পাপসমূহ দেখে অনুতপ্ত হয়, এবং ঈশ্বর তাদের অপরাধসমূহ ক্ষমা করতে পারেন; কিন্তু তাদের বিচার বুদ্ধি যা সর্ব সময়ে তিক্ষ রাখতে হবে, পবিত্র এবং স্বাভাবিকের মধ্যে পার্থক্য রাখতে হবে তা মারাত্মক ভাবে ব্যহত হয়েছে। “Counsels to Teachers, Parents and Students.” pp. 366-368. MYPBen 374.3