Go to full page →

অতিসূক্ষ্ম প্রভাবসমূহ MYPBen 380

যারা নকল চরিত্র ও কৃত্রিম ধর্মীয় অভিজ্ঞতার অধিকারী তারা খুব শীঘ্রই আনন্দ ও বিনােদনের জন্য জড় হয় এবং তাদের প্রভাব অন্যদের আকর্ষণ করে। কখনও নর-নারীগণ যারা বাইবেল ভিত্তিক খ্ৰীষ্টিয়ান হবার চেষ্টা করে তাদেরও পার্টিতে যােগ দেওয়ানাের চেষ্টা করে। অসাধারণ হতে অনিচ্ছুক এবং প্রকৃতিগতভাবে অন্যদের আদর্শ অনুকরণ করতে ইচ্ছুক হয়ে তারা নিজেদের সেই সব লােকদের প্রভাবের অধীনে স্থাপন করে, যারা হয়ত কখনও মনে অথবা হৃদয়ে ঐশ্বরিক স্পর্শ অনুভব করেনি। যদি তারা প্রার্থনা সহকারে ঐশ্বরিক মানদণ্ড পর্যালােচনা করত, যাতে করে খ্রীষ্টিয়ান বৃক্ষে ফল ধারণ করার বিষয় খ্রীষ্ট কি বলেছেন, তা শিখতে পারে, তাহলে তারা দেখতে পেত যে এসব আমােদ-প্রমােদ, বাস্তবিক পক্ষে সেই মেষ শাবকের বিবাহ ভােজের আমন্ত্রণ গ্রহণে প্রস্তুত হওয়া থেকে তাদেরকে দূরে রাখে। MYPBen 380.3

কখনও কখনও যে সব যুবক-যুবতিদের সতর্কতার সঙ্গে প্রভুর পথ শিক্ষা দেওয়া হয়েছে, তারা এমন আমােদ প্রমমাদের কারণে মানবের মােহিনী প্রভাব ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গেছে এবং তারা শিক্ষা ও প্রশিক্ষণে জাগতিক চরিত্রে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। তারা নিজেদের তাদেরকে সেই সব আত্মার সঙ্গে একটি যাবজ্জীবন বন্ধনে আবদ্ধ করেছে যাদের খ্রীষ্টের আত্মতুল্য অলঙ্কার নেই। যারা প্রকৃত পক্ষে ঈশ্বরকে প্রেম করে এবং তার সেবা করে তারা সেইসব লােকদের জাগতিক স্তরে নেমে আসতে ভৗত, যারা তাদের অন্তরে খ্রীষ্টকে অধিষ্ঠিত করে নি। এমন কি যদি তাদের আত্মা অস্বীকার এবং আত্ম উৎসর্গের একটি সময় আসতে পারে তারা খ্রীষ্টের পক্ষে সাহসিকতার সঙ্গে দণ্ডায়মান হবে MYPBen 381.1