Go to full page →

শয়তান ছদ্মবেশে ধারণ করে MYPBen 45

শয়তান তার প্রতারণার জন্য প্রস্তুত হচ্ছে, যেন ঈশ্বরের প্রজাগণের বিরুদ্ধে তার শেষ অভিযানে, তারা বুঝতে না পারে যে, এ সেই ব্যক্তি। ২ করিন্থীয় ১১:১৪- “আর ইহা আশ্চর্য নয়, কেননা শয়তান আপনি দীপ্তিময় দূতের বেশ ধারণ করে ।” যখন কিছু সংখ্যক প্রতারিত আত্মা ওকালতি করছে। যে, তার অস্তিত্ব নেই, সে তখন তাদের বন্দীত্বে নিয়ে যাচ্ছে, এবং তাদের মাধ্যমে ব্যাপক ভাবে কাজ করছে। শয়তান ঈশ্বরের লােকদের অপেক্ষা ভালাে করেই জানে যে, যখন খ্রীষ্টই তাদের শক্তি হন কেবল তখনই তারা তার ওপরে বিজয়ী হতে পারে । MYPBen 45.3

যখন তারা ভাবে মহা ক্ষমতাশালী বিজয়ীর কাছে সাহায্যের জন্য অনুনয় বিনয় করে, সত্যে দুর্বলতম বিশ্বাসীগণ, খ্রীষ্টে দৃঢ়ভাবে নির্ভর করে, তখন তারা কৃতকার্যতার সাথে শয়তানের সকল বাহিনী বিতাড়িত করতে পারে। সে প্রকাশ্যে এবং দৃঢ়ভাবে তার প্রলােভন নিয়ে আসে না, কারণ সে ভীষণ চতুর কেননা এভাবে এলে খ্রীষ্টিয়ানের ঘুমন্ত ক্ষমতা জেগে উঠবে, এবং বলবান এবং মহা ক্ষমতাশালী মক্তিদাতার ওপর নির্ভর করবে। কিন্তু শয়তান অজ্ঞাতসারে আসে এবং অনাজ্ঞাবহ সন্তানদের মাধ্যমে কাজ করে, যারা স্বীকার । করে যে, তারা ধার্মিক। ঈশ্বরের প্রজাগণকে হয়রানী করতে, প্রলােভিত করতে। এবং বিপথগামী করতে শয়তান তার অসীম শক্তি প্রয়ােগ করে । MYPBen 45.4

যার, আমাদের প্রভুর মােকাবিলা করতে, তাকে প্রলােভিত করতে, বিদ্রুপ করতে দুঃসাহসী, এবং তাকে মন্দিরের চূড়ায় এবং অতি উচ্চ পাহাড়ে নিয়ে যাবার ক্ষমতা রয়েছে, সে অদ্ভুত মাত্রায় বর্তমান বংশধরদের ওপরে তার ক্ষমতা প্রয়ােগ করবে, যারা তাদের প্রভুর জ্ঞানে অতিশয় ক্ষুদ্র, এবং যারা । শয়তানের চাতুর্য এবং শক্তি সম্পর্কে অজ্ঞান MYPBen 46.1

যারা স্বাভাবিকভাবে তার আদেশের প্রতি নতি স্বীকার করে সে। অবিশ্বাস্য উপায়ে তাদের দেহের ক্ষতিসাধন করবে। শয়তান তার নিজের । স্বার্থে নিজেকে উচ্চে তুলে ধরে, যেন সে একজন অলীক ব্যক্তি। যখন তাকে হালকা করা হল, এবং কিছু শিশুসুলভ দৃষ্টান্ত দ্বারা কোন কোন পশুর প্রতীকরূপ করা হল, এটি তার পক্ষে বেশ মানানসই হল। তাঁকে এতই ক্ষুদ্র মনে করা হল যে, তার বুদ্ধিপূর্বক পরিকল্পিত চিন্তারাশির কাছে মন সম্পূর্ণরূপে অপ্রস্তুত, আর সে প্রায়ই সুন্দর ভাবে কৃতকার্য হত। যদিও তার ক্ষমতা ও সূক্ষ্মবুদ্ধি স্পষ্ট হয়েছিল, তবুও কৃতকার্যতার সাথে তাকে প্রত্যাখ্যান করার জন্য মন এবং চিন্তারাশি প্রস্তুত করতে হবে।... MYPBen 46.2