Go to full page →

পথ প্রদর্শক নীতিমালা-১৩৮ MYPBen 399

অন্তঃকরণ যীশুর অধিকারে। আত্মার জন্য তিনি অসীম মূল্য প্রদান করেছেন; এবং আমাদের মধ্যস্থতাকারীরূপে পিতার কাছে মধ্যস্থতা করেন, একজন আবেদনকারীর ন্যায় নয়, কিন্তু বিজয়ীর ন্যায়, যিনি যা তাঁর নিজের বলে দাবী করেন। তিনি সমুদয় লােককে রক্ষা করতে সমর্থ, কারণ তিনি আমাদের জন্য মধ্যস্থতা করার জন্য চিরঞ্জীব। একটি তরুণ আত্ম একটি বহুমূল্য উপহার স্বরূপ, যা ঈশ্বরের নিকট অতীব মূল্যবান দান উপস্থাপন করা করতে পারে । তােমার সব কিছু, তােমার সমুদয় দক্ষতা, একটি পবিত্র আস্থা স্বরূপ ঈশ্বরের নিকট থেকে আসে, পুনরায় স্বেচ্ছায় তার কাছে পবিত্র উপহার স্বরূপ দিতে হবে। তিনি তােমাকে প্রথমে যা দেন নি তা তুমি তাকে ফিরিয়ে দিতে পার না। সুতরাং যখন অন্তঃকরণ ঈশ্বরের কাছে প্রদান করা হয়, তা একটি উপহার স্বরূপ তাঁকে প্রদান করা হয়, যা তিনি তাঁর নিজের বলে ক্রয় করেছেন। MYPBen 399.1

যুবক-যুবতিদের কাছে সময়ের, প্রেমের এবং শক্তির অনেক দাবী রয়েছে। শয়তান যুবক-যুবতিদেরকে তার নিজস্ব সম্পদ এবং তাদের সব দক্ষতা সব তালন্ত তার বলে দাবী করে। জগৎ হৃদয় দাবী করে; কিন্তু ঐ হৃদয় তাঁর যিনি তা মুক্ত করেছেন। যদি তা জগৎকে দিয়ে দেওয়া হয় তবে তা কষ্ট, দুঃখ এবং নিরুৎসাহ দ্বারা পূর্ণ হবে; তা অপবিত্র এবং ভ্রষ্ট হবে। তােমার হৃদয়ের ভালবাসা এবং সেবা জগৎকে দেওয়ার মানে জঘন্য একটি ডাকাতি কেননা ঐ সব ঈশ্বরের অধিকারে। তুমি লাভের আমােদ অন্বেষণে তােমার হৃদয় দিয়ে দিতে পার না । MYPBen 399.2

ধার্মিকতার শত্রু জীবনের সর্বাবস্থায় যুবক-যুবতিদের জন্য আমােদ আহ্রাদ প্রস্তুত করেছে; আর ঐসব কেবল জমজমাট শহরের মধ্যে উপস্থাপিত নয় কিন্তু মানব বসবাসকারী প্রতিটি স্থানে রয়েছে। শয়তান যুবকযুবতিদেরকে তার সৈন্য দলে টেনে নিতে পছন্দ করে। ধনুর্ধারী ব্যক্তি ভলাে করেই জানে তাকে কোন বস্তু ব্যবহার করতে হবে; এবং সে কল্পনা বিলাসী করার জন্য ও আনন্দ দেওয়ার জন্য তার অধর্লোকের জ্ঞান ব্যবহার করছে যা যুবক-যুবতিদের প্রেমকে যীশুর কাছ থেকে সরিয়ে নিয়ে যায়।... MYPBen 399.3