Go to full page →

জাগতিক সাহচর্য প্রত্যাখ্যান-১৪৪ MYPBen 415

যুবক-যুবতিদেরকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে তাদের উদ্দেশ্য এবং জীবনের কাজ কি হবে; এবং ভিত্তি এমন ভাবে স্থাপন করতে হবে যেন তাদের স্বভাব দূষণমুক্ত হয়। তারা এমন অবস্থানে দাড়াবে যেখানে তারা অন্যদের প্রভাবিত করবে, যেখানে তারা অবশ্যই আত্ম নির্ভরশীল হবে। হ্রদের পদ্ম ফুলের শিকড় আবর্জনার উপরের স্তরের নীচে পিচ্ছিল আঠাল মাটির নীচে যায়, এবং তার রন্ধের কাণ্ডের মধ্য দিয়ে ঐ সব রাসয়নিক দ্রব্য শােষণ করে আনে যা এর বৃদ্ধিকল্পে সাহায্য করবে, এবং এর নিষ্কলঙ্ক মুকুল বিশুদ্ধতায় হৃদের বুকে সাড়া দেয়। এটি যা কিছু এর নিষ্কলঙ্ক সৌন্দর্য ম্লান করবে তা অস্বীকার করে। MYPBen 415.1

আমরা পদ্ম ফুল থেকে একটি শিক্ষা লাভ করতে পারি, এবং যদিও আমরা বহুবিধ প্রভাব দ্বারা পরিবেষ্টিত যা নৈতিকতাকে ভ্রষ্ট করে এবং জীবনে। ধ্বংস আনয়ন করে, আমরা এই ভ্রষ্ট হওন অস্বীকার করতে পারি; এবং আমাদেরকে এমন স্থানে স্থাপন করতে পারি যেখানে মন্দ মেলামেশা বা সংস্পর্শ আমাদের অন্তঃকরণ ভ্রষ্ট করবে না। ব্যক্তিগতভাবে তরুণতরুণিগণের উচিৎ, যারা অবিচলিত পদক্ষেপের সহিত কঠোর পরিশ্রম করে যাচ্ছে তাদের সঙ্গে মেলামেশার চেষ্টা করা। তাদের সেই সব সাহচর্য পরিত্যাগ করা উচিৎ যারা প্রতিটি মন্দ প্রভাব গ্রহণ করে, যারা নিস্ক্রিয় এবং যাদের উন্নত চরিত্র লাভের জন্য আন্তরিক বাসনা নাই, তারা এমন কোনাে ব্যক্তির উপর ভরসা করতে পারে না যে সে নীতিমালার প্রতি আন্তরিক হবে । তরুণ-তরুণিগণ তাদের সঙ্গে মেলামেশা করুক যারা ঈশ্বরকে ভয় করে এবং প্রেম করে; কেননা এই সব মহান চরিত্র বিশ্বস্ত, দৃঢ় চরিত্রবান ব্যক্তিবর্গ সেই পদ্মপুষ্পের প্রতিরূপ সেগুলাে তাদের নিকলঙ্ক কুঁড়ি হৃদের উপরে পাপড়ি খুলে দেয়, তাদের সঙ্গে সংসর্গ করুক। তারা সেই প্রভাব দ্বারা গঠিত হতে অস্বীকার করে, যা নীতিভ্রষ্ট করে; এবং নিজেরা কেবল তাই সংগ্রহ করে যা তাদের একটি নিস্পাপ এবং মহান চরিত্র গঠনে সাহায্য করবে। তারা স্বর্গীয় আদর্শের অনুরূপ হবার চেষ্টা করবে। - The Youth Instructor, January 5, 1893. MYPBen 415.2