Go to full page →

পবিত্রীকরণের প্রাণশক্তিসম্পন্ন পদ্ধতি MYPBen 419

যখন খ্রীষ্ট এবং স্বর্গ ধ্যানের বিষয় হয় তখন আলাপ আলােচনা বিষয়টি প্রমাণ দিবে। বক্তব্য অনুগ্রহের সঙ্গে পরিপকৃতা দেবে, এবং বক্তা দেখাবেন যে, তিনি ঐশ্বরিক শিক্ষকের স্কুলে একটি শিক্ষা পেয়েছেন। গীতরচক বলেন, “আমি সত্যের পথ মনােনয়ন করেছি। তােমার বিচার আমার সম্মুখে রেখেছি।” তিনি ঈশ্বরের বাক্য সঞ্চিত রেখেছেন। এটি তার জ্ঞানের একটি প্রবেশ দ্বারা খুঁজে পেয়েছে, যা অবজ্ঞা করা যাবে না, কিন্তু জীবনে অভ্যাস করতে হবে । .... MYPBen 419.1

দিনের পর দিন, এবং ঘণ্টার পর ঘণ্টা আত্ম-অস্বীকার এবং পবিত্রীকরণের একটি বলিষ্ঠ পদ্ধতি চালাতে হবে, এতে বাহ্যিক কাজকর্ম সাক্ষ্য দেবে যে, যীশু বিশ্বাসে হৃদয়ে বসবাস করছেন। পবিত্রীকরণ আত্মার জ্ঞানের দরজা বদ্ধ করে না, কিন্তু এটি মনকে প্রসারিত করার জন্য আসে এবং সত্যের অন্বেষণের জন্য এবং গুপ্তধনের জন্য অনুপ্রেরণা দান করে; এবং ঈশ্বরের জ্ঞান পবিত্রীকরণের কাজ এগিয়ে নেয়। একটি স্বর্গ আছে, এবং আহ কত ঐকান্তিক ভাবে ওখানে পৌছাবার জন্য আমাদের প্রবল চেষ্টা করতে হবে । MYPBen 419.2

আমাদের স্কুল এবং কলেজের ছাত্র-ছাত্রীদের কাছে আমার আবেদন, তােমরা তােমাদের ত্রাণকর্তারূপে যীশুতে বিশ্বাস কর । বিশ্বাস কর যে, যখন। তুমি সরলতায় তার কাছে আস তিনি তাঁর অনুগ্রহে তােমাকে সাহায্য করার জন্য প্রস্তুত। তােমাকে উত্তম যুদ্ধে প্রাণপণ করতে হবে। সংগ্রাম কর, কঠোর পরিশ্রম কর, কেননা শয়তান তােমাকে আঁকড়ে ধরার চেষ্টা করছে; আর তুমি যদি তার কাছ থেকে ছুটে না আসতে পার তাহলে তুমি চলার শক্তি হারিয়ে ফেলবে এবং নিজেকে ধ্বংস করবে। শত্রু তােমার দক্ষিণে এবং বামে, তােমার সম্মুখে এবং তােমার পেছনে, আর তােমাকে তাকে পা দিয়ে পিষে ফেলতে হবে। সংগ্রাম কর, কেননা একটা মুকুট জয় করতে হবে। সংগ্রাম কর, কেননা তুমি যদি মুকুট জয় করতে না পার, তবে তুমি ইহকালে এবং পরকালে সব কিছু হারাবে। সংগ্রাম কর কিন্তু এটি হতে হবে, তােমার পুনরুত্থিত ত্রাণকর্তার শক্তিতে। -Review and Herald, August 21, 1888. আরও দেখুন, “ Fundamentals of Chistian Education, pp. 129-137. MYPBen 419.3