Go to full page →

নাস্তিক অতিথিগণ-১৪৭ MYPBen 424

ঈশ্বরের সঙ্গে যাদের কোনাে যােগাযােগ নাই, যাদের আচরণ তাঁর কাছে অসন্তোষজনক, সেই সমাজকে মনােনয়ন করা খ্রীষ্টিয়ানদের পক্ষে নিরাপদ নয়। তথাপি মুখে স্বীকারকারী খ্রীষ্টিয়ানদের অনেকে নিষিদ্ধ ভূমিতে ঝুঁকিপূর্ণ কাজে পাঠান। অনেকে তাদের ঘরে আত্মিয়দের নিমন্ত্রণ করে যারা অকার্যকর, মূল্যহীন, এবং অধর্মচারী আর এতে প্রায়ই ঐ নাস্তিক অতিথিদের আদর্শ এবং প্রভাব গৃহের শিশুদের মনে স্থায়ী প্রভাব রাখে। এভাবে এ প্রভাব রূপ ফল প্রকাশ করে। ঈশ্বরবিহীন কনানীয়দের সঙ্গে ইব্রীয়দের মেলামেশার পরিণাম। .... MYPBen 424.1

অনেকে মনে করে তাদের নাস্তিক আত্মিয়স্বজন এবং বন্ধুদের কিছু অধিকার বা সুবিধা দেওয়া উচিৎ। সব সময় এভাবে শক্তি বাড়ানাে সহজ নয়, একবার সুযােগ দিলে অন্যের জন্য আরও একটি পথ প্রস্তুত হয়, যে পর্যন্ত না, যারা একবার খীষ্টের প্রকত অনুসারী ছিল, তারা জগতের সঙ্গে মিশে সেই মত প্রথার অনুগামী হয়ে যায়। ঈশ্বরের সঙ্গে যােগাযােগ ছিন্ন হয়। তারা নামে মাত্র খ্রীষ্টিয়ান। যখন পরীক্ষার সময় আসে, তখন দেখা যাবে তাদের প্রত্যাশার কোনাে ভিত্তি নাই। তারা নিজেদেরকে শত্রুর হস্তে বিক্রি করে দিয়েছে। তারা ঈশ্বরকে অসম্মান করেছে, এবং তার ধর্মময় বিচারের প্রকাশকালে, তারা যা বুনেছিল, তাই কর্তন করবে। খ্রীষ্ট তাদের বলবেন, যেমন তৎকালিন ইস্রায়েলকে বলেছিলেন, “তােমরা আমার আজ্ঞাবহ হওনি। তােমরা কেন এমনটা করলে?” -“ The signs of the Times,” June 2, 1881. MYPBen 424.2