Go to full page →

পরামর্শ এবং পরিচালনার প্রয়ােজন - ১৫১ MYPBen 435

সঙ্কট ও ভ্রষ্টতার এই দিনগুলােতে, তরুণ-তরুণিরা বহুবিধ পরীক্ষা এবং প্রলােভনের সম্মুখীন হয়। অনেকে একটি বিপজ্জনক পােত্তাশ্রয়ের দিকে যাত্রা করছে। তাদের একজন পথ প্রদর্শকের প্রয়ােজন; কিন্তু তারা অত্যধিক। আবশ্যকীয় সাহায্য গ্রহণ অবজ্ঞা করে, মনে করে যে তারা তাদের নিজেদের ক্ষুদ্র তরী চালাতে সক্ষম, এবং তারা উপলব্ধি করে না যে, এ ক্ষুদ্র তরী একটি লুকানাে পাথরে আঘাত লাগবে যা বিশ্বাস এবং সুখের আকস্মিক দুর্ঘটনা ঘটাবে। তারা প্রেম নিবেদন এবং বিবাহের বিষয় নিয়ে বুদ্ধিভ্রষ্ট, এবং তাদের প্রধান বােঝা, হল তাদের নিজেদের পথ নিজেদের করে নিতে হবে। এই সময়ে তাদের জীবনের অতীব গুরুত্বপূর্ণ সময়, তাদের একজন নির্ভুল পরামর্শদাতার, একজন অব্যর্থ পরিচালক প্রয়ােজন। এটি তারা খুঁজে পাবে ঈশ্বরের বাক্যে। যদি তারা ঐ বাক্যের মনােযােগী ছাত্র না হয়, তাহলে বর্তমান এবং ভবিষ্যৎ উভয় জীবনে তারা মারাত্মক ভুল করবে; যা তাদের সুখ এবং অন্যদের সুখ নষ্ট করবে। MYPBen 435.1

অনেকের এমন প্রবণতা রয়েছে যে তারা দ্রুতবেগে ও স্বেচ্ছাচারীভাবে চলে। তারা ঈশ্বরের বাক্যের জ্ঞানপূর্ণ পরামর্শের প্রতি মনােযােগ দেয় না; তারা নিজের সঙ্গে সংগ্রাম করে না, এবং অমূল্য বিজয় লাভ করে না; তাদের গর্ব, অনমনীয় ইচ্ছা তাদেরকে কর্তব্য এবং বাধ্যতার পথ থেকে তাড়িয়ে দিয়েছে। তরুণ বন্ধু তােমার অতীত জীবনের দিকে তাকিয়ে দেখ, আর ঈশ্বরের বাক্যের আলােকে বিশ্বস্ততা সহকারে তােমার পথ বিবেচনা কর। তুমি কি তােমার পিতা-মাতার প্রতি কর্তব্যের জন্য বিবেকী বিবেচনা ভালােবেসেছ, যা বাইবেল নির্দেশ দিয়েছে? তুমি কি তােমার শিশুকাল থেকে দয়া ও প্রেমের সঙ্গে তােমার যে মাতা তােমার যত্ন নিয়েছেন তার সঙ্গে জ্ঞানসম্পন্ন আচরণ করছ? তুমি কি মায়ের ইচ্ছা পােষণ করেছ, নাকি তুমি তােমার নিজের ইচ্ছা এবং পরিকল্পনা মত তার হৃদয়ে ব্যথা এবং দুঃখ দিয়েছ? তুমি যে সত্য মুখে স্বীকার কর তার মাধ্যমে কি তুমি তােমার হৃদয় পবিত্র করেছ? যদি না করে থাক, তবে তােমার প্রধান কাজ হল অতীতের ভুল সংশােধন করা। MYPBen 435.2