Go to full page →

সম্মানজনক আচরণ MYPBen 437

একজন যুবক যে সমাজে বাস করে এবং একজন তরুণির বন্ধুত্ব অর্জন করে, কিন্তু তার পিতামাতার কাছে অজানা থাকে, সে তার নিজের এবং তার পিতামাতার প্রতি একটি আদর্শ খ্রীষ্টিয় ভূমিকা রাখতে পারে না। গােপন যােগাযােগ এবং সাক্ষাতের মাধ্যমে সে তার (তরুণির) মনের উপরে একটি প্রভাব অর্জন করতে পারে; কিন্তু এটা করে সে ঐ আত্মার মহত্ত্ব ও সততা প্রকাশ করতে ব্যর্থ হয়, যা ঈশ্বরের প্রত্যেক সন্তানের রয়েছে। তাদের পরিণাম এবং লক্ষ্য সম্পূর্ণ করার জন্য তারা একটি কাজ করে যা অকপট এবং বাইবেলের মান অনুসারে নয়, এবং যারা তাদের ভালােবাসে এবং তাদের উপর বিশ্বস্ত অভিভাবক হবার চেষ্টা করে তাদের কাছে অসত্য বলে প্রমাণ করে । এমন প্রভাবসমূহের অধীন বিবাহ চুক্তি, ঈশ্বরের বাক্য মােতাবেক নয়। যে ব্যক্তি মেয়েকে মহৎ কর্তব্য থেকে দূরে সরিয়ে নেয়, যে ঈশ্বরের সহজ এবং সন্দেহাতীত ব্যবস্থাকে পিতামাতাকে সমাদর করার ক্ষেত্রে বিভ্রান্ত করে দেয়, সে সেই ব্যক্তি নয় যে, নীতিগত বিবাহের প্রতি অনুগত হবে। MYPBen 437.1

প্রশ্ন হল, “যুবক কেমন করিয়া আপন পথ বিশুদ্ধ করিবে?” উত্তর হল, “তােমার বাক্যানুসারে সাবধান হইয়াই করিবে।” যে যুবক বাইবেলকে তার পরিচালক করে, তার কাজের পথে কোনাে ভুল হবে না। ঐ আশীর্বাদস্বরূপ গ্রন্থখানি তাকে তার চরিত্রের ন্যায়পরায়ণতা রক্ষা করতে, সত্যবাদী হতে, প্রতারণা না করতে শিক্ষা দিবে। “চুরি করিও না,” একথা প্রস্তর ফলকে ঈশ্বরের আঙ্গুলের মাধ্যমে লেখা হয়েছিল; তবুও প্রভাবিত হয়ে কত জনই-না গােপন পরিকল্পনা অনুযায়ী কাজ করে এবং অজুহাত তুলে ধরে। MYPBen 437.2

যতক্ষণ পর্যন্ত না সে এই প্রেমের বিষয়ে অভিজ্ঞতা লাভ না করে এবং জানে যে এর শেষ কোথায়, ততক্ষণ একটি প্রতারণাপূর্ণ সম্পর্ক চালিয়ে যাওয়া হয়, ব্যক্তিগত যােগাযােগ বজায় রাখা হয়; বাবা মায়ের কাছে বিষয়টি গােপন রাখা হয় এবং এমন একজনের প্রতি আস্থা রাখা হয় যে প্রতিটি কাজের মাধ্যমে প্রমাণ করে যে সে তার ভালােবাসা পাবার অযােগ্য। বাইবেল সব শ্রেণীর অসাধুতাকে দোষারােপ করে, এবং প্রত্যেক পরিস্থিতিতে ন্যায্য কাজ করার দাবী রাখে। যে বাইবেলকে তার যৌবনে পথ প্রদর্শক, তার পথের আলােকস্বরূপ করে, সে তার সব ক্ষেত্রে এর শিক্ষার আজ্ঞাবহ হবে। সে যে কোনাে কাজে ব্যবস্থার এক মাত্রা কি এক বিন্দু লঙ্ঘন করবে না, এমন কি যদি পরিণামে তাকে বড় ধরণের ত্যাগ স্বীকার করতে হয় তবুও। যদি সে বাইবেল বিশ্বাস করে, সে জানে যে, যদি সে কঠোর ন্যায়পরায়ণতার পথ থেকে দূরে যায় তবে ঈশ্বরের আশীর্বাদ তার উপরে বর্ষিত হবে না। যদিও সে একবারের জন্য উন্নতির পথে এসে দাঁড়ায়, তথাপিও নিশ্চয়ই তার কাজের ফসল তাকে চয়ন করতে হবে। MYPBen 437.3

ঈশ্বরের অভিশাপ অনেকের উপর দুঃসময়ে, যথাযথ নয় এমন সম্পর্কে বর্ষিত হবে, যা জগতের এই কালে গঠিত । যদি বাইবেল এ সব প্রশ্ন একটি অস্পষ্ট অনিশ্চিত আলােকে রেখে দেয়, তা হলে বর্তমান সময়ের বহুসংখ্যক যুবক যুবতি একে অন্যের জন্য তাদের সংস্পর্শ আরও অধিক মার্জনীয় হবে । কিন্তু বাইবেলের করণীয় অর্ধেক পথের অনুশাসন নয়; ঐ সকল চিন্তার, বাক্যের এবং কাজের নিখুঁৎ দাবী রাখে। আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে, তার বাক্য চরণের প্রদীপ, এবং কোনাে ব্যক্তিকে কর্তব্য পালনে ভুল করাবে না । যুবক-যুবতিদের জীবনে বাইবেলের পৃষ্ঠাগুলাের উপদেশ চাওয়া এবং পরামর্শের প্রতি মনােযােগ প্রদান করা একটি অভ্যাসে পরিণত করতে হবে, কেননা এর আজ্ঞা পরিত্যাগ করা দুঃখজনক ভাবে ভুল হবে। MYPBen 438.1