Go to full page →

জ্ঞান সম্পন্ন এবং অজ্ঞতাপূর্ণ-বিবাহ ১৫৩ MYPBen 444

অপরিপকৃ বিবাহ সম্পর্ক বর্তমান সময়ে প্রচুর পরিমাণে অশুভ ফল উৎপাদন করছে। জীবনের কেবল প্রভাতে একটি বিবাহ সম্পর্কে প্রবেশ, না শারীরিক স্বাস্থ্য, না মানসিক কর্মশক্তির উন্নতি করে। এই বিষয়ের উপরে যৎসামান্য বিচার শক্তি প্রয়ােগ করা হয়। বহু সংখ্যক যুবক-যুবতি আবেগ থেকে কাজ করে থাকে। এই পদক্ষেপ, যা গুরুতররূপে মঙ্গল অথবা অমঙ্গল বয়ে আনে, সারা জীবনের তরে হয় আশীর্বাদ অথবা অভিশাপ নিয়ে আসে, যা ত্বরান্বিত ভাবে, অনুভূতির আবেগে করা হয়। অনেকে খ্রীষ্টিয় আদর্শ থেকে যুক্তি অথবা নির্দেশ শােনে না।... MYPBen 444.1

বর্তমান পৃথিবী দুঃখকষ্ট এবং পাপে ভরপুর- এ সব অশােভনীয়। বিবাহের পরিণতি। অনেক অনেক ক্ষেত্রে স্বামী এবং স্ত্রীর পক্ষে মাত্র কয়েক মাস সময় লাগে উপলব্ধি করতে যে, তাদের সম্পর্ক কখনও মসৃন হয় না, আর এ পরিণামে সংসারে অশান্তি ও মন কষাকষি থাকে, যেখানে কেবল প্রেম এবং স্বর্গের ঐক্য বিরাজ করা উচিৎ। MYPBen 444.2

তুচ্ছ ব্যাপার নিয়ে বিবাদ করলে একটি তিক্ত মনােভাব গড়ে ওঠে। সংসারে যাদের প্রেমের বন্ধনে যুক্ত হওয়া উচিৎ তাদের খােলাখুলি অনেক্য এবং কলহ এবং পরিবারে অবর্ণনীয় দুঃখকষ্ট আসে, এবং সব টুকরা টুকরা হয়ে যায়। এমন হাজার হাজার নর-নারী, নির্বুদ্ধিতার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তাদের আত্মা এবং শরীর জলাঞ্জলি দিয়েছে, এবং তারা সম্পূর্ণ ধ্বংসের পথে চলে গিয়েছে । MYPBen 444.3