Go to full page →

বিবাহ করা এবং বিবাহ দেওয়া- ১৫৪ MYPBen 447

ঈশ্বর মানুষকে পৃথিবীতে রেখেছেন, আর তারা আহার করবে, পান করবে, ব্যবসা করবে, বিবাহ করবে এবং বিবাহ দেবে- এটা তাদের একটা সুযােগ; কিন্তু এগুলাে ঈশ্বর ভয়ে করাই নিরাপদ। চিরস্থায়ী জগতের সঙ্গে সম্পর্ক রক্ষা করেই আমরা এই পৃথিবীতে থাকব। নােহের দিনগুলােতে বিয়ের মাধ্যমে মহা অপরাধ করেছিল কারণ ঈশ্বরের পুত্রগণ মনুষ্যদের কন্যাগণকে বিয়ে করেছিল। যারা ঈশ্বরকে স্বীকার করত এবং সমাদর করত, তারা অষ্ট লােকদের সঙ্গে মেলামেশা করতে শুরু করেছিল; এবং তাঁবুদ্ধি সম্পন্ন না থাকায় তারা যাকে ইচ্ছা তাকে বিয়ে করল । আজ অনেকে আছে যাদের ধর্মীয় অভিজ্ঞততার অনুভূতি নাই, তারা নােহের সময়ে লােকে যেমন করত, তারাও তেমন করে। তারা সতর্কতা এবং প্রার্থনাশীল বিবেচনাশূন্য অবস্থায় বিবাহ নামক সম্পর্কে প্রবেশ করে। অনেকে চিন্তা ভাবনা না করেই পবিত্র প্রতিজ্ঞা উচ্চারণ করে, যেন তারা একটি ব্যবসা পরিচালনায় প্রবেশ করে; কুটুম্বিতা করার উদ্দেশ্যই প্রকৃত প্রেম নয়। MYPBen 447.1