Go to full page →

পরামর্শের প্রতি অনাগ্রহ MYPBen 449

এই ধরণের বিবাহ করা এবং বিবাহ দেওয়া হল শয়তানের বিশেষ। পরিকল্পনাগুলাের একটি, এবং সে তার এই পরিকল্পনা দ্বার প্রায় সব সময়ই। কৃতকার্য হয়। এই বিষয়ে যখন বিভিন্ন পক্ষ আমার কাছে পরামর্শ নিতে আসে তখন অসহায়ত্বের সবচেয়ে বেদনাদায়ক অনুভূতি আমাদের মধ্যে কাজ করে। ঈশ্বর আমাকে যে বাক্য দেন আমি হয়ত তাদের তা বলে থাকি; কিন্তু তারা সচরাচর খুঁটিনাটি প্রত্যেকটি বিষয় নিয়ে প্রশ্ন করে থাকে, এবং নিজেদের উদ্দেশ্যগুলাে হাসিল করার জন্য পরিকল্পিত ভাবে নিজ নিজ ওজর আপত্তি উপস্থাপন করে থাকে; এবং শেষ পর্যন্ত তারা সেভাবে কাজ করে । MYPBen 449.1

তাদের মনে হয় নিজ নিজ ইচ্ছা ও অভিলাষগুলােকে জয় করার মত কোনাে শক্তি নেই, আর তারা সমস্ত ঝুঁকির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তারা নিজেদের ঈশ্বরের হাতে ছেড়ে দিয়ে, এবং তার আত্মা দ্বারা নিয়ন্ত্রিত হতে ও পরিচালিত হওয়ার ব্যাপারটি নিয়ে অত্যন্ত যত্নের সঙ্গে ও প্রার্থনাসহকারে বিবেচনা করে না। তাদের চোখ মুখ দেখে মনে হয় না যে তাদের মধ্যে ঈশ্বরের প্রতি কোনাে ভয় আছে। ঈশ্বরের কাছ থেকে ঐশ্বরিক জ্ঞান ছাড়াই অথবা মানুষের কাছ থেকে কোন পরামর্শ ছাড়াই তারা মনে করে যে তারা বিষয়টি পুরােপুরি বােঝে। MYPBen 449.2

যখন খুব বেশি দেরি হয়ে যায়, তখন তারা বুঝতে পারে যে তারা ভুল করেছে, এ জীবনের সুখকে এবং তাদের আত্মার পরিত্রাণকে তারা বিপদগ্রস্ত করেছে। তাদের ব্যাপারগুলাে তারা নিজেরা ছাড়া আর যে কেউ বােঝে তা তারা স্বীকার করে না, তখন যদি তারা পরামর্শ নিত তাহলে তারা দুশ্চিন্তা ও দুঃখ দুর্দশা থেকে নিজেদের বছরের পর বছর রক্ষা করতে পারত। কিন্তু যারা তাদের নিজের মত করে সব কিছু পেতে দৃঢ় প্রতিজ্ঞ তারাই শুধু পরামর্শগুলাে দূরে ফেলে দেয়। প্রত্যেকটি বাধার ব্যাপারে এই ধরণে লােকেরা যে ধরণের তীব্র উত্তেজনা বহন করে তাতে কারণ ও বিচার তাদের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে। MYPBen 449.3