Go to full page →

মনের উত্তেজনার নিয়ন্ত্রণ MYPBen 453

এই দ্রুতগামী, ভ্রষ্ট যুগে, এ সব বিবেচনা করা হয় না। কামােদ্দীপক উত্তেজনা আন্দোলিত হয়, এবং নিয়ন্ত্রণের কাছে বশ্যতা স্বীকার করে না, যদিও এই শাসন ক্ষমতার পরিণাম দুর্বলতা, দুঃখকষ্ট এবং মৃত্যু। নারীদের একটি কঠিন, বেদনাদায়ক এবং দুঃখ কষ্টের জীবন সহ্য করতে বাধ্য করা হয়, নরের অনিয়ন্ত্রিত যন্ত্রণা সত্ত্বেও, যারা স্বামী নাম বহন করে যথাযথ ভাবে তারা পশু। মায়েরা তাদের সন্তানদের কোলের মধ্যে আঁকড়ে রেখে, তাদের মুখে খাবার তুলে দিয়ে ও কাপড় পড়িয়ে দিয়ে সন্তানদের জন্য একটি দুর্দশাপূর্ণ অবস্থার সৃষ্টি করেন। এমন ঘটনায় পৃথিবী ভরে গেছে। MYPBen 453.3

পৃথিবীতে খুব সামান্যই বাস্তবতা, খাটি, উৎসর্গীকৃত প্রকৃত প্রেম বিদ্যমান। এই বহুমূল্য প্রবন্ধটি প্রায় দুর্লভ। উত্তেজনা প্রেম নামে পরিচিত। বহুসংখ্যক নারীর সূক্ষ্ম এবং কোমল অনুভূতি বলপ্রয়ােগে আহত করা হয়, কারণ বিবাহ সম্পর্ক যাকে সে স্বামী বলে, তাকে নির্দয়, বর্বরতার ব্যবহারের জন্য অনুমতি দিয়েছিল। সে স্বামীর ভালােবাসাকে এত মেকি ধরণের পেয়েছিল যে, তার মধ্যে বিরক্তি জন্ম নিয়েছিল। MYPBen 454.1