Go to full page →

বীরােচিত ধৈর্য —১৪ MYPBen 57

অবশেষে যারা বিজয়ী হবে, তাদের ধর্মীয় জীবনে ভয়াবহ জটিলতা এবং পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে; কিন্তু তারা কোনাে মতে তাদের আত্মবিশ্বাস পরিত্যাগ করবে না; কেননা খ্রীষ্টের স্কুলে এটি তাদের শৃঙ্খলার একটি অংশ, আর এটি অপরিহার্য যেন সমস্ত খাদ বিশােধিত হয়ে যায় । ঈশ্বরের দাসের বীরােচিত সহিষ্ণুতার সঙ্গে শত্রুর আক্রমণ, তার নিদারুণ যন্ত্রণাদায়ক উপহাস সহ্য করতে হবে, এবং সমস্ত বাধার উপরে বিজয়ী হতে হবে যা সে তার পথে পথে স্থাপন করবে। MYPBen 57.1

শয়তান খ্রীষ্টের অনুসারীদের নিরুৎসাহিত করার চেষ্টা করবে, যেন তারা প্রার্থনা করতে অথবা শাস্ত্র অধ্যয়ন করতে না পারে, আর সে ঘৃণাব্যঞ্জক ছায়াপাত করে তাদের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে যেন যীশুকে তাদের দৃষ্টি থেকে আড়াল করতে পারে । যেন তারা তার প্রেম এবং স্বর্গীয় উত্তরাধীকারের মহিমা দর্শন লাভ করতে না পারে। ঈশ্বরের সন্তানদের সঙ্কুচিত, কম্পান্বিতভাবে, এবং বেদনাদায়ক ও বিরামহীন ভাবে পথ চলাতেই তার আনন্দ। সে সম্ভাব্য উপায়ের চলার পথকে দুঃখদায়ক করে তুলতে চায়; কিন্তু যদি তুমি ঊর্ধ্বে দৃষ্টি রাখ এবং সমস্যার মধ্যে নুয়ে না পড়, তুমি পথে মূৰ্ছা। পড়বে না, দেখবে যীশু সত্বর তােমার সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেবেন, এবং তুমি কেবল সবল প্রত্যাশায় তােমার হাতখানি তার দিকে বাড়িয়ে দেবে। যেমন তুমি নির্ভরশীল, তেমনি তুমি আশাপূর্ণ হবে। MYPBen 57.2