Go to full page →

একজন স্বেচ্ছাচারী কন্যার প্রতি পরামর্শ - ১৮ MYPBen 69

তােমার অতীতের বছরের একটি ভীতিপূর্ণ ইতিহাস আছে যা স্বর্গের অযুত অযুত পবিত্র এবং নিস্পাপ দূতগণের সম্মুখে উন্মুক্ত। তােমার চিন্তারাশি এবং কার্যসমূহ, তােমার বেপরােয়া এবং অপবিত্র অনুভূতি, মরণশীল লােকদের কাছে গােপন থাকতে পারে, কিন্তু মনে রাখবে, তােমার জীবনের অতি নগণ্য কাজগুলােও ঈশ্বরের সামনে খােলা রয়েছে। স্বর্গে তােমার কলঙ্ক লিপিবদ্ধ রয়েছে। তুমি যে পাপ করেছ তার সবই সেখানে লিপিবদ্ধ রয়েছে MYPBen 69.1

ঈশ্বর তােমার উপরে কুটি করে আছেন, এবং তথাপি তুমি তােমার হীন অবস্থা প্রকাশ করছ; তুমি উপলব্ধি করতে পারছ না যে, এই ভ্রষ্ট চরিত্র নিয়ে তুমি হারিয়ে গেছ। কখনও কখনও তুমি মনে কর যে, তুমি একাকী; কিন্তু তােমার গর্বিত স্বাধীন মনােভাব সত্বর এর ওপরে উত্থিত হয়, আর তুমি বিবেকের শ্বাস রুদ্ধ করে রাখ। MYPBen 69.1

তুমি অসুখি, তথাপি তুমি কল্পনা করতে পার যে, যদি তােমার নিজের পথ অসংযত করতে পারতে, তবে তুমি সুখি হতে পারতে। বেচারা শিশু! তুমি এদনে হবার ন্যায় একটি পদ অধিকার করে আছ। তিনি কল্পনা করলেন যে, কেবল যদি তিনি সেই বৃক্ষের ফল খেতে পারেন তাহলেই তিনি উচ্চ সম্মানে উন্নিত হবেন; যে ফলটি ঈশ্বর খেতে এমন কি স্পর্শ করতেও নিষেধ করেছেন, পাছে তিনি মৃত্যুবরণ করেন। তিনি খেলেন, এবং এদনের সব প্রতাপ হারালেন। MYPBen 69.2