Go to full page →

প্রলােভন প্রতিরােধ — ২০ MYPBen 75

যারা ঐশ্বরিক প্রকৃতির অংশীদার তারা প্রলােভনের নিকট হার মানবে না। শত্রু তার সর্ব শক্তি প্রয়ােগ করে কাজ করে যাচ্ছে যেন যারা খ্রীষ্টিয় জীবন যাপন করার জন্য প্রাণপণ চেষ্টা করছে তাদের ওপর বিজয়ী হতে পারে। সে তাদের কাছে এই প্রত্যাশা নিয়ে আসে যেন তারা তার কাছে আত্ম-সমর্পণ করে। আর এভাবে তাদেরকে নিরুৎসাহিত করতে পারে। কিন্তু যারা চিরস্থায়ী শীলার ওপরে তাদের চরণ স্থাপন করেছে তারা তার চাতুরীর কাছে সমর্পিত হবে না। তারা স্মরণে রাখবে যে, ঈশ্বর তাদের পিতা এবং খ্রীষ্ট তাদের সাহায্যকারী। ত্রাণকর্তা আমাদের বিশ্বে এসেছিলেন প্রত্যেক পরীক্ষিত, প্রলােভিত আত্মাকে, তিনি যেমন বিজয়ী হয়েছিলেন, দ্রুপ বিজয়ী হবার শক্তি দেবার জন্য। আমি প্রলােভনের ক্ষমতা সম্পর্কে জানি; আমি পথের বিপদ সম্পর্কে জ্ঞাত আছি; কিন্তু আমি এ-ও জানি যারা প্রলােভনের বিরুদ্ধে সংগ্রাম রত, তাদের প্রত্যেকের জন্য প্রয়ােজনীয় পর্যাপ্ত শক্তি মজুদ রয়েছে । MYPBen 75.1