Go to full page →

ঈশ্বর যুক্তি বিমুখ নন MYPBen 90

ঈশ্বরের মণ্ডলী ছােট এবং বড় পাত্র দ্বারা নির্মিত। ঈশ্বর এমন কিছু চান না যা অযৌক্তিক। ঈশ্বর এমন প্রত্যাশা করেন না যে, একটি বড় পাত্র যা ধারণ করতে পারে, একটি ছােট পাত্রও তা-ই ধারণ করবে। একজন মানুষের যা আছে, ঠিক তদনুসারেই তার কাছে চান, যা নাই তা তিনি চান না। তােমার যথাসাধ্য চেষ্টা কর, এবং ঈশ্বর তােমার কঠোর প্রচেষ্টা দ্বারা সম্পাদিত কার্য গ্রহণ করবেন। তােমার হাতের নাগালে যে কর্তব্য আছে, তুমি সেটিই সততার সঙ্গে কর এবং তােমার কাজ প্রভুর কাছে সম্পূর্ণরূপে গ্রহণযােগ্য হবে। তােমার জন্য ক্ষুদ্রতম যে কাজ অপেক্ষা করছে তা উপেক্ষা করে তােমার ইচছানুযায়ী এমন মহৎ কিছু করতে যেও না। MYPBen 90.1

গােপন প্রার্থনা এবং ঈশ্বরের বাক্য কিরূপে অবহেলা করে আসছ- সে বিষয়ে সাবধান হও। যে তােমার স্বর্গমুখী উন্নতির পথে বাধা দানে প্রাণপণ চেষ্টা করছে তার বিরুদ্ধে এসবই তােমার হাতিয়ার। একবার প্রার্থনা এবং বাইবেল অধ্যয়ন অবহেলা দ্বিতীয় বার অবহেলার পথ সহজ করে তুলবে। আত্মার আবেদনের প্রতি প্রথম বিরােধীতা, দ্বিতীয় বিরােধীতার পথ প্রস্তুত করবে। এভাবে অন্তঃকরণ কঠিন হবে, এবং বিবেক অনুভূতীহীন হবে। MYPBen 90.2

অন্য দিকে প্রলােভনের প্রতি প্রতিটি বিরােধীতা, প্রতিবন্ধকতা সৃষ্টির পথ আরও সহজতর করবে। প্রতিটি আত্ম-অস্বীকার, আত্ম-অস্বীকারকে সহজতর করে। প্রতিটি বিজয় লাভ একটি নতুন বিজয়ের জন্য পথ প্রস্তুত। করে। প্রলােভনের প্রত্যেক বিরােধীতা, প্রতিটি আত্ম-অস্বীকার, পাপের উপর প্রতিটি বিজয় লাভ অনন্ত জীবনের জন্য বপীত একটি বীজ। প্রতিটি নিঃস্বার্থপরতার কাজ আধ্যাত্মিকতার প্রতি নতুন শক্তি প্রদান করে। কোনাে ব্যক্তি অধিক সদাশয় এবং অধিক সৎ না হয়ে খ্রীষ্টের ন্যায় হবার চেষ্টা করতে পারে না। MYPBen 90.3