Go to full page →

চরিত্রের উৎকর্ষ সাধন— ২৫ MYPBen 93

খ্রীষ্ট আমাদেরকে এমন নিশ্চয়তা দেননি যে, চরিত্রের পূর্ণাঙ্গ বিশুদ্ধতা অর্জন একটি সহজ ব্যাপার হবে। একটি আদর্শ সর্বগুণ সমৃদ্ধ চরিত্র উত্তরাধিকার সূত্রে আসে না। এটি আমাদের কাছে আকস্মিকভাবে আসে না। ব্যক্তিগত প্রচেষ্টায় খ্রীষ্টের যােগ্যতা এবং অনুগ্রহের মাধ্যমে একটি আদর্শ চরিত্র লাভ করা সম্ভব। ঈশ্বর তালন্ত এবং যােগ্যতা দেন, চিন্তা শক্তি দেন; চরিত্র আমরা গঠন করি। এটি কঠিন, অহমের সঙ্গে দৃঢ় সংগ্রামের মাধ্যমে গঠিত হয়। এটি বংশ পরাক্রমে চারিত্রিক বৈশিষ্ট্যাদির বিরুদ্ধে ইচ্ছার সংগ্রামের একটি কঠোর সংগ্রাম। আমাদের ঘনিষ্ঠ ভাবে নিজেদের সমালােচনা করতে হবে, এবং কোনাে অসংশােধিত অনুকূল বৈশিষ্ট্যও অবশিষ্ট রাখা যাবে না । MYPBen 93.1

কেউ এ কথা না বলুক, আমি আমার চরিত্রের অপূর্ণতার সংস্কার করতে পারি না। তুমি যদি এই সিদ্ধান্তে উপনীত হও, তবে তুমি নিশ্চয়ই অনন্ত জীবন লাভে ব্যর্থ হবে। তােমার নিজের ইচ্ছার উপরই অসম্ভাব্যতা নির্ভর করে। তুমি যদি ইচ্ছা না কর, তবে তুমি বিজয়ী হতে পারবে না। প্রকৃত প্রতিবন্ধকতা একটি অপবিত্র অন্তঃকরণের ভ্রষ্টতা এবং ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন হবার অনিচছা থেকেই উৎপত্তি হয়। MYPBen 93.2