Go to full page →

বিশ্বাসের যুদ্ধ — ২৬ MYPBen 96

অনেকে যুবক-যুবতিই ঈশ্বরের সেবার প্রতি স্থির নীতি অবলম্বন করে নি। তারা অলিকতার নীচে ডুবে থাকে, এবং তাদের ধৈর্যশক্তি নেই। তারা অনুগ্রহে বদ্ধি পায় না। তারা এমন ভাব করে যেন ঈশ্বরের আজ্ঞা সকল। পালন করে, কিন্তু তারা ঈশ্বরের নিয়মের বশীভূত নয়, আর হতেও পারে না। তাদের রক্তমাংস বিশিষ্ট হৃদয়ের পরিবর্তন হওয়া উচিৎ। তাদের পবিত্রতায় সৌন্দর্য দর্শন করা উচিৎ, অতঃপর তারা এর পিছে আকুল আকাক্ষিত হবে যেমন হরিণী জলস্রোতের আকাভক্ষা করে, অতঃপর তারা ঈশ্বর এবং তাঁর ব্যবস্থা পালন করবে; এই রূপে ঈশ্বরের জোয়ালী সহজ এবং তার ভার লঘু হবে। MYPBen 96.1

প্রিয় যুবক-যুবতিগণ, যদি তােমার পদক্ষেপ প্রভু কর্তৃক স্থির হয়, তাহলে তােমার এরূপ প্রত্যাশা করা উচিৎ নয় যে, তােমার পথ সর্বদা একটি বাহ্যিক শান্তির এবং উন্নতির হবে। যে পথ চিরন্তন দিনের দিকে পরিচালিত হয় সে পথে চলা সহজতর নয় বরং কখনও কখনও সে পথ অন্ধকার এবং কণ্টকময় হবে। কিন্তু তােমার নিশ্চয়তা আছে যে, তােমাকে মন্দ হতে রক্ষা করার জন্য ঈশ্বরের চিরস্থায়ী বাহু দ্বয় তােমাকে বেষ্টন করে আছে। তিনি চান যেন তুমি তাতে আন্তরিক বিশ্বাস অনুশীলন কর, এবং দুঃখে ও আনন্দে তার উপরে নির্ভর কর । MYPBen 96.2