Go to full page →

বিশ্বাস এবং কর্তব্য MYPBen 100

বিশ্বাস কোনাে অনুভূতি নয়। বিশ্বাস হল এমন কিছু বিষয় যার জন্য প্রত্যাশা করা হয়েছে, এমন কোনাে সাক্ষ্য যা দেখা যায় নি। এমন কিছু ধর্মীয় রীতি রয়েছে যা স্বার্থপরতা ছাড়া আর কিছুই নয়। এটি জাগতিক আমােদ-ফুর্তি উপভােগ করে। এটি খ্রীষ্ট ধর্মের প্রত্যাশিত বিষয় বলে মনে করা হয়, এবং এতে কোনাে শক্তি সঞ্চিত হয় না। যারা এই ধর্মকে ধারণ করে তারা পাপকে হালকা ভাবে বিবেচনা করে থাকে, কারণ তারা যীশুকে জানে না। আর এই অবস্থায় তারা তাদের কর্তব্যকে খুব হালকাভাবে বিবেচনা করে থাকে। কিন্তু কর্তব্যের একটি বিশ্বস্ত সম্পাদন ঈশ্বরের সঠিক চরিত্র নিরূপণ পূর্বক হাতে হাতে ঘটে থাকে— Review and Herald, February 28, 1907. MYPBen 100.2