Go to full page →

চিন্তার অভ্যাসের পরিবর্তন MYPBen 107

কেউ মনে না করুক যে, প্রাণপণ চেষ্টা ব্যতিরেকে তারা ঈশ্বরের প্রেমের নিশ্চয়তা লাভ করতে পারে। মন যখন দীর্ঘকাল পার্থিব বস্তুর উপর অবস্থান নেয়, তখন চিন্তার অভ্যাসগুলাে পরিবর্তন করা একটি সমস্যা হয়ে দাঁড়ায়। চক্ষু যা দেখে এবং কর্ণ যা শােনে তা প্রায়ই আমাদের মনােযােগ আকর্ষণ করে এবং আগ্রহ জাগিয়ে তােলে। MYPBen 107.3

যদি আমরা ঈশ্বরের নগরে প্রবেশ করতে চাই, এবং যীশুকে তাঁর মহিমায় সন্দর্শন করতে চাই, তবে আমাদের তা এই পৃথিবীতে বসেই বিশ্বাসে অভ্যাস করতে হবে। খ্রীষ্টের বাক্য এবং চরিত্র প্রায়ই আমাদের চিন্তার এবং আলােচনার বিষয়বস্তু হওয়া উচিৎ; এবং প্রতিদিন কিছু সময় এসব পবিত্র চিন্তার ওপর প্রার্থনা সহকারে, বিশেষ ভাবে ধ্যান করে কাটানাে উচিৎ। MYPBen 107.4