Go to full page →

ধর্মকে একটি কর্ম হিসাবে গড়ে তােল MYPBen 109

ধর্মকে হতে হবে জীবনের একটি মহৎ কর্ম। সব কিছুই হবে এর অধীন। আমাদের জীবনের, শরীরের এবং আত্মার পুরাে শক্তি খ্রষ্টিয় যুদ্ধে নিয়ােজিত থাকবে। আমাদেরকে শক্তি এবং অনুগ্রহের জন্য খ্রীষ্টের দিকে দৃষ্টিপাত করতে হবে, এবং যীশু যেমন আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন, জ্রপ নিশ্চিতভাবে আমরা বিজয় লাভ করব। . . . MYPBen 109.1

আমাদেরকে খ্রীষ্টের কাছাকাছি আসতে হবে। ক্রুশের পাদদেশেই আমরা সর্বপ্রথম ধৈর্য শিক্ষা করব। যীশুর প্রেম কে তা বুঝতে পারে? অন্তহীন ভাবে একজন মাতার প্রেম অপেক্ষা আরও অধিক কোমল এবং আত্ম ত্যাগের প্রেম! আমরা যদি একজন মানুষের জীবনের মূল্য জানতে চাই, আমাদেরকে জীবন্ত বিশ্বাসে ক্রুশের দিকে দৃষ্টিপাত করতে হবে এবং এরূপে অধ্যয়ন আরম্ভ করতে হবে যা হবে বিজ্ঞান এবং যুগ পর্যায়ের যুগে যুগে মুক্তি প্রাপ্তদের গান। আমাদের সময় এবং আমাদের তালন্তের মূল্য অনুমান করা যেতে পারে কেবল আমাদের মুক্তির মূল্যের মহত্ত্ব দ্বারা। আমরা ঈশ্বরের প্রতি কতই না অকতজ্ঞতা প্রকাশ করি, আমরা যখন তাঁর প্রতি আমাদের ভালােবাসা এবং তখন সেবা আটকে রেখে তার নিজেরটা থেকে তাঁকে ঠকাই। যিনি আমাদের জন্য সবই ত্যাগ স্বীকার করলেন, তাঁর কাছে আমাদের সঁপে দেওয়া কি খুব বেশি কিছু? “যে জয় করে, তাকে আমার সহিত সিংহাসনে বসিতে দিব, যেমন আমি নিজে জয় করিয়াছি এবং আমার পিতার সহিত তাঁহার সিংহাসনে বসিয়াছি” আমাদের প্রতি খ্রীষ্টের এই অবিনশ্বর সমাদরের প্রস্তাব সামনে রেখে আমরা কি পার্থিব বন্ধুত্ব মনােনয়ন করতে পারি? MYPBen 109.2