নিবিড়ভাবে তােমার অন্তঃকরণ এবং ঈশ্বরের প্রতি তােমার প্রেমের অবস্থা পরীক্ষা কর । অনুসন্ধান করে দেখ, আমি কি আজকের অতীব মূল্যবান মূহুর্তগুলাে নিজেকে খুশি করার জন্য ব্যয় করেছি, আমার নিজের আমােদ প্রমােদের অন্বেষণ করেছি? না-কি আমি অন্যদের খুশি করেছি অথবা যারা আমার সঙ্গে ঈশ্বরের প্রতি মহৎ আত্মনিয়ােগ করতে এবং চিরস্থায়ি বিষয়ের প্রতি উচ্চ মর্যাদা দিয়েছে, তাদের সাহায্য করেছি? আমি কি আমার গৃহে ধর্ম আনতে পেরেছি? সেখানে আমি আমার নিজের ভাষায় খ্রীষ্টের মাধুর্য প্রকাশ করতে পেরেছি? আমার সশ্রদ্ধ বাধ্যতা দ্বারা, আমি কি আমার অভিভাবকের সমাদর করছি, এবং পঞ্চম আজ্ঞা মান্য করছি? আমি কি স্বতস্ফূর্ত ভাবে দৈনন্দিন ছােট-খাটো কাজ করছি, বিশ্বস্তভাবে, আমি যা পারি, তা করে কি অন্যের বােঝা লাঘব করছি? আমি কি আমার জিহ্বাকে মন্দ কথা থেকে দূরে রাখতে পেরেছি? কিংবা প্রতারণার কথা বলা থেকে দূরে রাখতে পেরেছি। আমি খ্রীষ্টকে আমার ত্রাণকর্তা বলে সম্মান করছি, যিনি তাঁর অমূল্য জীবন দিয়েছেন যেন অনন্ত জীবন আমার হাতের নাগালে থাকতে পারে? MYPBen 116.1