Go to full page →

ঈশ্বরের জন্য অসীম সম্ভাবনা সমূহ MYPBen 118

এই কাজ নিজে নিজে করে যাদের সঙ্গে তুমি মেলা মেশা কর এমন অনেকের ওপর তুমি একটি প্রভাব ফেলছ। উপযুক্ত সময়ে কথিত বাক্য কতই না চমৎকার! উপযুক্ত সময় একটি আশার উৎসাহের বাণী এক জনকে অভ্যাসে গড়াইয়া দেয় যা একজনের চরিত্রকে নষ্ট করে দিচ্ছে। উত্তম নীতিমালা সম্পাদনে তােমার হয়ত দৃঢ় উদ্দেশ্য থাকতে পারে, যার একটি প্রভাব আত্মাকে সঠিক দিকে পরিচালিত করবে। MYPBen 118.3

সৎ কাজ করার কোনাে সীমা নেই। যদি তুমি ঈশ্বরের বাক্যকে তােমার জীবনের নীতিমালা করতে চাও, এবং তােমার কাজকে এর নীতিসূত্র দ্বারা শাসন করতে চাও, তােমার সব উদ্দেশ্য উদ্যোগকে তােমার কর্তব্যে পরিপূর্ণ করে একটি আশীর্বাদ স্বরূপ করতে চাও তাহলে কৃতকার্যতা অন্যদের কাছে অভিশাপ স্বরূপ নয় কিন্তু তােমার মুকুটস্বরূপ হবে। তুমি ঈশ্বরের সঙ্গে যােগাযােগ স্থাপন করেছ; তুমি অন্যদের কাছে আলাের একটি প্রবাহ স্বরূপ হয়েছ। তুমি যীশুর সঙ্গে সহকার্যকারী হবার সম্মানে সমাদৃত; তুমি ত্রাণকর্তার ওষ্ঠ হতে স্বর্গীয় আশীর্বাদ স্বরূপ: “উত্তম ও বিশ্বস্ত দাস, তুমি তােমার প্রভুর আনন্দের সহভাগী হও” এর চেয়ে উচ্চতর অন্য কোন সম্মান কোথাও নেই।” -“ The Youth Instructor, September 1, 1886. MYPBen 118.4