প্রত্যেক খ্রীষ্টিয়ানের পক্ষে ঈশ্বরের আত্মার গভীর অনুভূতি উপভােগ করার এটি সুযােগ রয়েছে। এক মধুর, স্বর্গীয় শান্তি মনকে পরিব্যাপ্ত করবে, এবং তুমি ঈশ্বর এবং স্বর্গের বিষয় ধ্যান করতে পছন্দ করবে। তুমি তার বাক্যের গৌরবময় প্রতিজ্ঞার উপর আনন্দ উপভােগ করবে। কিন্তু সর্ব প্রথম জেনে রাখ যে, তুমি খ্রীষ্টিয় দৌড় প্রতিযােগিতা আরম্ভ করেছ। জেনে রাখ যে, পথে সর্ব প্রথম যে ধাপগুলাে নেবে, সেগুলাে অনন্ত জীবনের পথে নিয়ে যাবে । প্রতারিত হবে না। আমার ভয় হয়, হ্যা, আমি জানি যে, তােমাদের অনেকে জান না যে, ধর্ম কি। তােমরা কিন্তু উত্তেজনা উপভােগ করেছ, কিছু আবেগ, অনুভব করেছ, কিন্তু তােমরা কখনও সর্বনাশা পরিস্থিতি উপলব্ধি কর নি, এবং তােমার মন্দ পথসমূহ হতে তিক্ত দুঃখভােগ নিয়ে দূরে সরে যাও নি। তােমরা কখনও জগতের জন্য মৃত্যুবরণ করনি। তােমরা এখনও জগতের সুখ ভােগ ভালােবাস; তােমরা জাগতিক বিষয় নিয়ে আলাপ আলােচনায় লিপ্ত থাকতে চাও। কিন্তু যখন ঈশ্বরের সত্য উপস্থিত করা হয়, তখন তােমাদের কিছুই বলার থাকে না। তখন নীরব কেন? জাগতিক বিষয়ের উপরে কেন এত বাচালতা, এবং যে বিষয় নিয়ে তােমাদের বেশি ভাবতে হবে, যে বিষয় নিয়ে তােমার সমস্ত আত্মা নিয়ােজিত থাকবে- সে বিষয় নিয়ে কেন এত নীরবতা? ঈশ্বরের সত্য তােমাদের মধ্যে বিরাজ করে না। -“ Testimonies for the Church,” Vol 1, pp. 158, 159. MYPBen 126.2