Go to full page →

গবেষণামূলক জ্ঞান আবশ্যক MYPBen 133

আমি যুবক-যুবতিদের কাছে আবেদন রাখি যেন তােমরা সূক্ষ্মতম সূত্র ছেদন কর যা তােমাদেরকে জগতের সঙ্গে চর্চায় এবং কর্মশক্তিতে বেঁধে রাখে। “অতত্রব তােমরা তাদের ভেতর থেকে বের হয়ে এস, ও পৃথক হও, এ কথা প্রভু বলছেন, আর অশুচি বস্তু স্পর্শ কর না, তাতে আমিই তােমাদেরকে গ্রহণ করব, এবং তােমাদের পিতা হব, আর তােমরা আমার পুত্র কন্যা হবে, এ কথা সর্ব শক্তিমান প্রভু কহেন।” MYPBen 133.2

আমাদের যুবক-যুবতিরা কি এই আমন্ত্রণ বাণীর প্রতি সাড়া দেবে? আমাদের তরুণ-তরুণীগণ তাদের জীবন এবং চরিত্রের মধ্যে তাদের অল্পবয়স্ক সঙ্গী ও সঙ্গীনিদের সামনে কত সামান্যই না একটি খ্রীষ্ট তুল্য আদর্শ তুলে ধরছে। আমাদের যুবক-যুবতিদের অনেকে সত্যের ব্যাখ্যা বােঝে, কিন্তু কত অল্প লােকেরাই-না গবেষণামূলক জ্ঞান দ্বারা তাদের কাজের উপরে সত্যের ব্যবহারিক অর্থ বুঝতে পারে। শক্তিশালী যুব মিশনারীগণ কোথায় এমন কোন কাজ করছে যা তাদের কাছে একটি বিশাল চয়ন ক্ষেত্রে স্থাপন করছে? যারা প্রতি দিন খ্রীষ্টের বিদ্যালয়ের শিক্ষা অর্জন করছে, তারা কোথায়? তারা কখনও মনে না করুক যে, তারা গ্র্যাজুয়েট হবার জন্য প্রস্তুত। তারা প্রভুর অঙ্গনে অপেক্ষা করুক, যেন তারা স্বর্গীয় বুদ্ধিমত্তার সঙ্গে একত্রে কাজ করার জন্য পরিচালিত হতে পারে। প্রিয় যুবক যুবতিগণ, আমি তােমাদের সরাসরি একথা বলতে চাই, কেননা আমি চাই যেন তােমরা রক্ষা পাও। আর সময় নষ্ট কর । তােমরা ঈশ্বর এবং শয়তানের সেবা করতে পার না। তােমরা দৃশ্যতঃ খ্রীষ্টিয়ান হতে পার, কিন্তু যখন পরীক্ষা আসে, তখন যন্ত্রণাদায়ক ভাবে পরীক্ষিত হও, তখন কি তােমরা সাধারণভাবেই মেনে নিতে পার? MYPBen 133.3