Go to full page →

অল্প বিষয়ে বিশ্বস্ত - ৩৭ MYPBen 136

“যে ব্যক্তি অল্প বিষয়ে বিশ্বস্ত, সে বহু বিষয়েও বিশ্বস্ত।” এটি মনােযােগের বিষয় যে, জগৎ “ক্ষুদ্র বিষয় টিকে কিভাবে আখ্যায়িত করে যা জীবনকে কৃতকার্যপূর্ণ করে তােলে। প্রেমের ক্ষুদ্র কাজ, আত্ম-অস্বীকারের ছােট কাজ, উপকারীতার সাধারণ কিছু কথা, ক্ষুদ্র পাপের বিরুদ্ধে লক্ষ রাখাএটি হল খ্রীষ্ট ধর্ম। প্রতিদিনের আশীর্বাদের জন্য একটি কৃতজ্ঞ উপলব্ধি, প্রাত্যহিক সুবর্ণসুযােগের একটি জ্ঞানপূর্ণ উন্নতি, অর্পিত তালন্তসমূহ, প্রভু এ বিষয়টির জন্যই আহ্বান করেন। MYPBen 136.1

যে ব্যক্তি বিশ্বস্তভাবে ক্ষুদ্র কাজগুলাে সম্পন্ন করে, সে বড় দায়িত্বগুলাের দাবিসমূহের উত্তর দিতে প্রস্তুত। যে ব্যক্তি প্রাত্যহিক জীবনে দয়ালু এবং সদয়, যে ব্যক্তি পরিবারে উদার এবং ধৈর্যশীল, যার বিরামহীন লক্ষ্য পরিবারকে সুখী করা, সে প্রথমে আত্ম অস্বীকার করবে এবং প্রভু আহ্বান করলে ত্যাগ স্বীকার করবে। MYPBen 136.2